৩ জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী ও মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় হারাল ৩ প্রাণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৫) নামে পিকআপভ্যানের এক চালক নিহত হয়েছে। মো. এনামুল হক নওগাঁ সদর উপজেলার সরিসপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন বাসযাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আহত ১৪ জন বাসযাত্রী। শুক্রবার ভোর রাতে উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুজন যাত্রীর অবস্থা অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর চৌগাছা নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বিকালে তার মৃতু্য হয়। নিহত লিখন পেশায় মাইক্রোবাস চালক। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, মরদেহ বাড়িতে পৌঁছলে সুরতাল রিপোর্ট করা কবে। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।