শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সম্মেলন অনুষ্ঠিত

ম চাঁদপুর প্রতিনিধি

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা বিলস্নাল হোসেন মিয়াজী। সম্প্রতি চাঁদপুর জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট দেন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়। মাওলানা বিলস্নাল হোসেন মিয়াজী এরই মধ্যে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারি ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণ

ম লক্ষ্ণীপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্ণীপুর জেলার ১৩ বার আমির নির্বাচিত হয়েছেন এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। লক্ষ্ণীপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপনীয় ভোটে এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়াকে আমির নির্বাচিত করা হয়। জেলা জামায়াতে ইসলামীর বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মহসিন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি লক্ষ্ণীপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রিন্সিপাল আব্দুল জব্বারের কাছ থেকে। এবার নির্বাচিত হওয়ায় তিনি ১৩ বার জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্মাননা অনুষ্ঠান

ম কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বৃহস্পতিবার রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজের দেওয়া এক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান। অনুষ্ঠানে আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের সভাপতিত্বে এবং আওয়ার নিউজ বিডির বার্তা সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সনজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ।

মতবিনিময় সভা

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী স্কুল সুপার মার্কেটের আহ্বায়ক কমিটির সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মার্কেটের অফিসকক্ষে সভায় সভাপতিত্ব করেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবদী স্কুল সুপার মার্কেটের উপকমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শেখ ফরিদ, অভিভাবক সদস্য মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি তোফায়েল আহমেদ লিটন, ইব্রাহিম মিয়া, মার্কেটের ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (ভিপি নাসির), জামায়াত নেতা মো. ইসমাইল প্রমুখ।

এডহক কমিটি

ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী বদরুত জামান। গত ২৩শে অক্টোবর ২০২৪ ইং তারিখে কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতি হিসেবে কাজী বদরুত জামান, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. আ. কুদ্দুস মোলস্ন্যা রয়েছেন। আরও ৩ সদস্য সংযুক্ত করে মোট ৫ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করার লক্ষ্যে চিঠি জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিকা প্রদান

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় এইচপিভি টিকা কার্যক্রম চলছে। 'এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যানসার রুখে দিন' প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার শুরু হওয়া এই টিকাপ্রদান কর্মসূচি চলবে ১৮ দিন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এই টিকা অধিক কার্যকর। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে বৃহস্পতিবার এ উপজেলায় 'হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।

সভা অনুষ্ঠিত

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সম্প্রীতি সংলাপ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর মিশনের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি মি. কবির মুরমু। প্রকল্পের সেন্টার ম্যানেজার জোহানেস মুরমু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, থানার এসআই এরশাদ, আদমপুর মিশন ইনচার্জ রেভা পুলক জুলিয়ান সরেন, প্রেস ক্লাব সাবেক সভাপতি গোপাল মোহন্ত।

ফ্রি মেডিকেল ক্যাম্প

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডোমারে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল, বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, বস্নাড গ্রম্নপিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন। ডোমার পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার ক্যাম্পের আয়োজন করেন ইঞ্জিনিয়ার তুহিন বস্নাড ব্যাংক। এ সময় ব্যবস্থাপত্র প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহান চৌধুরী। নীলফামারী মেডিকেল কলেজের ডা. এম এ সুজন, ডোমার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল ডা. মো. সালাউদ্দিন ভূঁইয়া।

দাবা প্রতিযোগিতা

ম মাগুরা প্রতিনিধি

মাগুরায় শুরু হয়েছে আন্তর্জাতিক মানের ফিদের্ যাপিড রেটিং দাবা খেলা প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস একাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুলস্নাহর সভাপতিত্বে পুলিশ সুপার মিনা মাহমুদা এ খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

হুইলচেয়ার বিতরণ

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান 'আজমল হক ফাউন্ডেশন'-এর উদ্যোগে ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন নারী ও পুরুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ক্রীড়াবিদ মো. আজমল হকের চতুর্থ মৃতু্যবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। বীরগঞ্জ পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি মীর কাশেম লালুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমসের যুগ্ম কমিশনার মো. পায়েল পাশা, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মো. সামশুজ্জামান শাহিন প্রমুখ।

কমিটি গঠন

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া ইলেকট্রিক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য-সচিব রাশেদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আবু কালাম আজাদ, মতিউর রহমান খন্দকার, খোকন খান, মফিজুল ইসলাম, আব্দুল কাদের, জিলস্নুর রহমান, আসলাম হোসেন, মাসুম ইসলাম, আব্দুস সোবহান, পলাশ খন্দকার, শাহীদুল ইসলাম প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে রাশেদুল হককে সভাপতি, মতিউর রহমান খন্দকারকে সহসভাপতি, মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট দুপচাঁচিয়া ইলেকট্রিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়।

শিক্ষাশিবির অনুষ্ঠিত

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, ধুনট উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার প্রমুখ।

সম্মেলন অনুষ্ঠিত

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী সাংগঠনিক মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গী তামিরুল মিলস্নাত অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মদ মুয়াযযম হোসাইন হেলাল। গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য মো. নেয়ামত উলস্নাহ শাকেরের সভাপতিত্বে ও মো. মাহফুজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদদীন। বিশেষ বক্তা ছিলেন সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন।

ঘর উপহার

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ফেলনা গ্রামের জামায়াত কর্মী সোলেমানের পরিবারকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপকারভোগীর কাছে ঘরটি হস্তান্তর করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। এ তার সঙ্গে ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ বদিউল আলম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংবাদিক বেলাল হোসেন, অ্যাডভোকেট সাইফ উদ্দিন, শিবির নেতা মোজাম্মেল হক, শিক্ষক লোকমান হোসেন, জামায়াত নেতা বাবর মোলস্না, হাফেজ মর্তুজা।

খাদ্য সহায়তা

ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার লাকসামে অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের সহায়তায় অসহায়, দুস্থ ও সাম্প্রতিক সময়ে বন?্যায় ক্ষতিগ্রস্ত ৫শ' পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে খাদ?্যসামগ্রী বিতরণ করেন অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর জসকুন উনাল, তার ছেলে ইউসুফ উনাল, ডিরেক্টর আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, পরিচালক (অপারেশন) আফতাবুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন তালুকদার, ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোলস্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে