তিন পকেটমারকে সেনাবাহিনীর হাতে তুলে দিল জনতা
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় পকেটমার চক্রের তিনসদস্যকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। গত বৃহস্পতিবার রাতে এক যাত্রীর পকেট কেটে টাকা নেওয়ার সময় হাতেনাতে একটি সিএনজিসহ তাদের আটক করে ভুক্তভোগী ও স্থানীয় জনতা।
আটকরা হলেন- চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা ইকবাল গাজী (৩০), বাবুরহাট এলাকার বাসিন্দা মোহম্মদ সাগর (২৮) ও ফরিদগঞ্জ উপজেলার চর কুমিরিয়া এলাকার বাসিন্দা সাদ্দাম মিজি (২৭)।
ভুক্তভোগী চাঁদপুর শহরের আজিজ ব্রাদারসের কর্মচারী নূর হোসেন জানান, তিনি রাতে কালীবাড়ি থেকে বাড়ি যাচ্ছিলেন। বাগাদী লেবুতলা এলাকায় সিএনজি থেকে নামার সময় পকেটের টাকা কম বুঝতে পারেন। তিনি পকেটে দেখেন ১০ হাজার টাকার মধ্যে ৬৩০০ টাকা। পরে সিএনজিতে থাকা দুই যাত্রীকে সন্দেহ করে স্থানীয় জনতাকে নিয়ে তলস্নাশি করলে বাকি টাকা পাওয়া যায়। সঙ্গে একটি ব্যাগ ও বিভিন্নজনের প্রয়োজনীয় কাগজপত্র মেলে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, রাতে সেনাবাহিনীর একটি দল ও ভুক্তভোগীরা তিন পকেটমারকে নিয়ে থানায় আসেন। পরে ভুক্তভোগী নুর হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। আটকদের শুক্রবার আদালতে তোলা হয়।