রংপুর অঞ্চলের ৫ জেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বীজ বিপণন) কর্তৃক ১১ জাতের ২ হাজার ৭৯৭ দশমিক শূন্য ৩২ মেট্রিক টন বীজ আলু বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আগাম চাষাবাদে জাতগুলো হলো সানসাইন, সান্তানা, গ্রানোলা, কারেজ ও সেভেন ফোরসহ ৫টি এবং সাধারণ মৌসুমের এস্টারিক্স, অ্যালুইটি, প্রাডা, ল্যাবেলা, ব্রিয়ান্না ও রাসেটসহ ৬ জাতের বীজ আলু রয়েছে।
বিএডিসি (বীজ বিপণন) রংপুর অঞ্চলের উপপরিচালক মাসুদ সুলতান জানান, আগাম চাষাবাদে বরাদ্দ ছিল ২৮২ দশমিক ৫৬০ মেট্রিক টন ও সাধারণ মৌসুমে ২ হাজার ৫১৪ দশমিক ৪৭২ মেট্রিক টন। বরাদ্দকৃত বীজ আলু বিএডিসির ১২টি হিমাগার থেকে সরবরাহ করা হচ্ছে।
১০ শতাংশ বীজ আলু কৃষকদের সরাসরি ২১ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রত্যক কৃষক ৪৮০ কেজি করে বিভিন্ন জাতের বীজ আলু পাবেন।
অন্যদিকে, ৮২০ জন ডিলারের মধ্যে আগাম চাষাবাদে প্রতি ১ মেট্রিক টন করে ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।