শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নদীর বাঁকে পড়ে থেকে বিকল রেসকিউ বোট

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
নদীর বাঁকে পড়ে থেকে বিকল রেসকিউ বোট

বন্যাকবলিতদের জন্য আজমিরীগঞ্জ উপজেলায় সরকারের দেওয়া একটি রেসকিউ বোট অযত্ন অবহেলায় পড়ে থেকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। প্রায় ২০ লাখ টাকা মূল্যের এ বোটটি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

জানা গেছে, ২০২০ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজমিরীগঞ্জে বন্যাকবলিতদের দোরগোড়ায় দ্রম্নত ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য এটি প্রদান করে। কিছুদিন পরই বোটটি কালবৈশাখী ঝড়ে কালনী-কুশিয়ারা নদীতে ডুবে যায়। এরপর নদীর তলদেশ থেকে রেসকিউ বোট উদ্ধার করলেও সেটি বিকল হয়ে যায়। তারপর থেকে নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

লঞ্চঘাটের দোকানিরা জানান, ২০২০ সালে রেসকিউ বোটটি লঞ্চঘাট সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে নোঙর করা হয়। ওই বছর কয়েকবার বন্যাকবলিতদের জন্য ত্রাণসামগ্রী এটি দিয়ে নেওয়া হয়। একদিন সন্ধ্যায় তীরে নোঙর করা বোটটি কালবৈশাখী ঝড়ে তলিয়ে যায়। পরে জেলা ও উপজেলা প্রশাসনের চেষ্টায় কয়েক লাখ টাকা ব্যয়ে নদী থেকে উদ্ধার করে তীরে ভিড়িয়ে রাখা হয়। এখন সংরক্ষণের অভাবে এটি বিকল হয়ে পড়ে আছে।

আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল জানান, রেসকিউ বোট সংস্কারের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। দ্রম্নত এটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে