নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় মামলা করা হয়েছে। অন্য দিকে পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় দু'জনকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। এর আগে গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে ২৭ বস্তা চাল জব্দ করে সেনাবাহিনী।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তায় এক হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা সেনাবাহিনীকে জানালে সেনাসদস্যরা অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। ওই সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করে দুর্গাপুর থানায় এক মামলা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, চাল পাচারের ঘটনায় খাদ্যনিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অবহ্যত রয়েছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য দুটি পদে নিয়োগ নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে বিদ্যায়ের ম্যানেজিং কমিটির একাংশ। একাংশের পক্ষ থেকে বৃহস্পতিবার পটুয়াখালী সহকারী জজ আদালতে এ মামলা করেন কমিটির পক্ষে মো. জালাল মোলস্না। মামলায় বিবাদী করা হয় কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও দাতা সদস্যসহ সংশ্লিষ্টদের।
মামলা ও বিভিন্ন সূত্রে জানা যায়, কমিটির ১২ সদস্যদের মধ্যে ৯ জনকে না জানিয়ে কোন প্রকার মিটিং না করেই প্রধান শিক্ষক একটি দৈনিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেন। এই নিয়োগ অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৯ সদস্য। বিদ্যালয়ের সদস্য ও কমিটির একাংশের পক্ষে মামলার বাদী জালাল মোলস্না বলেন, কমিটির অধিকাংশ সদস্যদের সঙ্গে আলোচনা না করে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারেন না।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, 'আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলার বিষয়ে আমার জানা নেই।'