অবশেষে ছাগলনাইয়া কলেজ থেকেও বিতাড়িত সহকারী অধ্যাপক রুমা
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ফেনী প্রতিনিধি
ছাত্রদের আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত হওয়া রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি/পদায়ন প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বুধবার ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষিকাকে কলেজ থেকে প্রত্যাহার করে তাকে গ্রেপ্তারের দাবি জানায়।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার দিন ৫ আগস্টকে 'অন্তর্বাস দিবস' বলে ব্যাপক সমালোচনার জন্ম দেন সহকারী অধ্যাপক রুমা সরকার।