ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের মালির চালা ও আমবাগান অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকারক ব্যাটারির সিসা গুড়িয়ে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। গত বুধবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হকের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের মালির চালার আম বাগান পরিবেশের জন্য হুমকি স্বরুপ পুরাতন ব্যাটারি হতে সিসা উৎপাদন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস সিসা তৈরির সঙ্গে জড়িত কাউকে না পেয়ে এসকেলেটর দিয়ে কারখানা গুড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম ও পরিদর্শক মোতালেব হোসেন।