পাঁচ জেলায় আরও ১৩ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক, রাজনৈতিক, হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রলীগ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে পাবনা, জামালপুরের বকশীগঞ্জ, নওগাঁর নিয়ামতপুর, কুড়িগ্রামের রাজারহাটে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ (২৫), বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না (৫৫) ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর এবং বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও পাইকপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এদের নামে বিস্ফোরক, রাজনৈতিক, হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঢাকা মহাসড়কের সদর থানার ধোপাঘাটা নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক হলো- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শহীদনগর পাইকরহাটি গ্রামের বাবু শেখের ছেলে রাকিব শেখ (২৩), নাটোর জেলার ভবানীপুরের নজরুল ইসলামের ছেলে জাকের মিয়া (২২), লোচনগড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাসেল মিয়া (৩০) ও আলাদী গ্রামের হজরত মোলস্নার ছেলে শাহাদত হোসেন (২৫) নামের চার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে পেশাদার ৬ জুয়ারিকে আটক করেছে জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি-২) এর সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ এই এলাকার আব্দুল জলিলের ছেলে আবু তালেব (২৬), শরিফ উদ্দিনের ছেলে আবদুস সোবহান (২৮), হাসেম মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০), মৃত ইনতাজ আলীর ছেলে হামিদুর রহমান (৪২), আব্দুল মতিনের ছেলে মজনু মিয়া (৫০) ও মৃত শরাফত আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৪২) আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি-২) এর সদস্যরা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ইট দিয়ে আঘাত করলে ছোট ভাই কামরুজ্জামান (৫০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কামরুজ্জামানের শ্যালক আরিফ হোসেন বাদী হয়ে আটজনের নাম উলেস্নখ করে নিয়ামতপুর থানায় মামলা করেন। এ ঘটনায় সেনাবাহিনী নুরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গত বুধবার বিকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাত্তড়া বাজার সংলগ্ন এলাকায় মারামারি ঘটে। কামরুজ্জামান ও নুরুল ইসলাম ছাতড়া এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার সকালে ছাত্রদলের সভাপতিকে মারপিটের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানিকে (২৪) রাজারহাট থানা পুলিশ গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ৫ আগস্ট সাজ্জাদ হোসেন সানি (২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপেস্নক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে মারপিট করে গুরুতর আহত করে। এ ব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। ওইদিন সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আ. আজিজের ছেলে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরের সঙ্ঘবদ্ধ মোবাইল চোর দলের অন্যতম সদস্য লিটনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. লিটন (৪৩) পিতা-মৃত আজিজার রহমান, সাং-পার্বতীপুর আমেরিকান ক্যাম্প, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।