সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদসহ বিভিন্ন ঘটনায় তিন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাপ-দাদার জমি রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের চান্দগাঁওতে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনায় বিক্ষোভ মিছিলটি হয়। মিছিলে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা। মাসুদুল কবির রানা বলেন, ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় চিহ্নিত ভূমিদসু্য, মামলাবাজ, দখলবাজের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পিরোজপুর ইউনিয়নের ৪ গ্রামের সাধারণ মানুষ। শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়নের ৪ গ্রামের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আল মোস্তফা গ্রম্নপের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত আব্দুর রউফ, ক্ষতিগ্রস্ত সানোয়ার হোসেন ও আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দা মো. ইমতিয়াজ প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের ওপর সন্ত্রাসী হামলায় ও রক্তাক্ত জুলাই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউএনও শাকিল আহমেদের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির। বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, সৈকত হোসেন নাজিম, শফিকুল ইসলাম শফিক, আতিকুর রহমান সোহাগ, জুবায়ের হোসেন আকাশ, আনোয়ার হোসেন আনু প্রমুখ।