শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে'

রাজশাহী অফিস
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান -যাযাদি

রাজশাহী শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

গত শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর সিনিয়র সিটিজেনদের সঙ্গে মতবিনিময় করেন। ট্রাফিক ব্যবস্থা উন্নতি ও যানজট নিরসনে বিভিন্ন দিক আলোচনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাজশাহী শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা একটি সুন্দর পরিকল্পণা গ্রহণ করতে যাচ্ছি। পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীরা যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে ব্যবসা করতে পারেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকে সেই লক্ষ্য কাজ করছি।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হেমায়েতুল ইসলাম, রাজশাহী হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকি, গণতন্ত্র মঞ্চ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে