শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আলোচনা অনুষ্ঠিত

ম ফরিদপুর প্রতিনিধি

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ফরিদপুরে গ্রামীণ নারীদের নিয়ে সরকারি কৃষি সেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে গ্রামীণ নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আলিপুর এসডিসি কনফারেন্স হলে সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রকিবুল ইসলাম। বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম ও এএলআরডির আয়োজনে উপস্থিত ছিলেন এএলআরডির উপপরিচালক রওশন জাহান মনি, কৃষি ব্যাংকের এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার শিহাব রায়হান, বিএফএফের নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম।

নতুন শাখা প্রধান

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবি ইনোভেশন ডেসিমিনেশন সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান স্বাক্ষরিত মর্মে এক অফিস আদেশের মাধ্যমে ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেনের স্থলে ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সকে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের শাখা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর বৃহস্পতিবার উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।

ক্রীড়া সামগ্রী বিতরণ

ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি প্রাথমিক স্কুল, হাই স্কুল, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রী বিতরণ করা হয়। ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

মাসিক সভা

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে ইউএনও সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু কায়েস বিন আজিজ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. ওয়াক্কাস কাঞ্চন, মো. হাবিবুর রহমান হাবু, নিমাই চন্দ্র দেবশর্মা, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

মতবিনিময় সভা

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুর থানার নবাগত ওসি নুরে আলমের সঙ্গে কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাজিপুর উপজেলা প্রেস ক্লাবে সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী। সভায় ক্লাবের সাংবাদিকরা উপস্থিত থেকে এলাকার সার্বিক অবস্থার ওপর আলোচনায় অংশ নেন।

সভা অনুষ্ঠিত

ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার নিশাত তামান্না। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনের হলরুমে প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু আব্দুলস্নাহ বায়েজিদ, সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না, বাবুল আকতার, প্রেস ক্লাবের সহ-সভাপতি জি এম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, উৎপল বিশ্বাস, আব্বাস উদ্দিন, সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

পানির কুলার উদ্বোধন

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে মসজিদের মুসলিস্ন ও সর্বসাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সেনবাগ কেন্দ্রীয় মসজিদের সামনে স্থাপিত ঠান্ডা পানির কুলারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। বিন্নাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মহি উদ্দিন মহিনের অর্থায়নে বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেনের সভাপতিত্বে ও মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল অদুদ।

চিকিৎসাসেবা প্রদান

ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে গরিব ও অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও হেলথ কেয়ার হাসপাতালের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন তারুণ্য পরিবারের আয়োজনে শহরের কাজীরমোড় এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে ছিলেন ডা. মেজর ( অব.) শামীম আল মামুন, ডা. সানজিদা শারমিন, ডা. সুব্রত কর্মকার ও ডা. বিপস্নব হোসেন। এ সময় প্রায় ১২০ জন অসহায় মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সৌরভ হোসেন আরিফ ও তারুণ্য পরিবার প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।

কমিটি গঠন

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের ডিমলা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুর আল আমীন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ ইলিয়াছ হোসাইন স্বাক্ষরিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে উপজেলার নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহা. আনোয়ার হোসেনকে সভাপতি ও খগা বড়বাড়ি সরকারি প্রাথমকি বিদ্যালয়রে সহকারী শিক্ষক মো. নিয়াজ মোর্শেদকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

কর্মী সমাবেশ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী নুরালাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নুরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চেন্ধুরী ও জেলা বিএনপি নেতা বিজি নওশের।

শোভাযাত্রা

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে হাত ধোয়া কর্মসূচি উদ্বোধন করেন- প্রধান অতিথি ইউএনও দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, এসিল্যান্ড জুয়েল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

যৌথ সভা

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখায় পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের আওতায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি তৃতীয় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- সিভিডিপির প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল হক। বক্তব্য রাখেন- বিআরডিবির মাগুরা জেলার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ। সভায় ১২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

কমিটি গঠন

ম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পর্যটনসেবা উন্নয়ন ব্যবস্থাপনা (নিরাপত্তা) কমিটি গঠন করা হয়েছে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্স্নুইস বাজারে অবস্থিত কমিউনিটি ডেভলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার (সিডিএইচসি) কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। বুধবার কমিটি গঠন করা হলেও আনুষ্ঠানিকভাবে এর আত্মপ্রকাশ বৃহস্পতিবার হয়। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. নজরুল ইসলাম মুন্সি সভাপতি ও মো. আইয়ুব খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

ক্যাম্পেইন অনুষ্ঠিত

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখান উপজেলায় শক্তি ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজদিয়ায় শক্তি ফাউন্ডেশন শাখা অফিসে প্রায় ২০০ জন নারীর স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাঁচজন দক্ষ ও অভিজ্ঞ মহিলা চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর লিপি সাহা, ডেপুটি ডিরেক্টর নিলুফা বেগম, এসিস্ট্যান্ড ডিরেক্টর ফাতেমা চৌধুরী, মুন্সীগঞ্জ রিজিওনাল হেড মো. মহিদুর রহমান খান, এরিয়া সুপারভাইজার মো. ইমরান হোসেন, সিরাজদিখান শাখার ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা

ম দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকার ব্যবসায়ী এবং এলাকার সুধী জনদের সঙ্গে এলাকার স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম সরকার। দক্ষিণখান ৫০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আজমপুর কাঁচাবাজার সংলগ্ন একটি মার্কেটে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল।

স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত

ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষুবিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়মপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. লেমন সরকার। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদি হাসান, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান (জীবিকায়ন), শাখা ব্যবস্থাপক রেশমা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক অরবিন্দু রয়।

ওসির যোগদান

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন বুলবুল ইসলাম। বুধবার বিকালে তিনি গোবিন্দগঞ্জ থানায় যোগদান করেন। বুলবুল ইসলাম এর আগে এই থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ গাইবান্ধা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার পৈতৃক নিবাস নিলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে। এদিকে, গোবিন্দগঞ্জ থানার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বুলবুল ইসলামকে গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নতুন ভবন উদ্বোধন

ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এসএমসির সাবেক সভাপতি তারেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সল।

বিনামূল্যে চোখের চিকিৎসা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলবে সুবিধাবঞ্চিত মানুষের বিনামূলে চোখের ছানি অপারেশনসহ চোখের অন্যান্য চিকিৎসার উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ। বুধবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিক ৪১ জন রোগীর চোখের ছানি অপারেশন করেন। চিকিৎসার পূর্বে আলোচনা সভায় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোলস্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রমুখ।

মাসিক সভা

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চোরাচালান নিরোধ, আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ওসি আমির আব্বাস, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সানাউল হক, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম প্রমুখ।

প্রস্তুতি সভা

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি রোধে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড এস এম আল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননি গোপাল, শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকতা মাসিদুল হক, ইন্দুরকানী থানা পরিদর্শক তদন্ত হারুনার রশিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, উপজেলা পলস্নী দরিদ্রবিমোচন ও কর্মকর্তা আলতাব হোসেন।

সংবর্ধনা প্রদান

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ডিগ্রি কলেজের নবাগত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাইফুর রহমান রানাকে রায়গঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচন করায় এই সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সংবর্ধিত সভাপতি সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা।

জনসমাবেশ অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে ভূমিহীন জনসংগঠন ঐক্যপরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় এলাকার জনসংগঠন ঐক্যপরিষদদের প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা-দ্বিতীয় পর্যায় বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায় স্কুলগামী কিশোরীদের বাল্যবিবাহের কুফল ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী শিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, কোর্স পরিচালক উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ, কোর্স উপদেষ্টা অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস, শিক্ষার্থী অনন্যা বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত এআরডিও (ইরেসপো) মো. সাইফুল ইসলাম, প্রভাষক সুকন্ঠ বিশ্বাস।

নতুন অধ্যক্ষ

ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর জেলার দ্বিতীয় বৃহৎ বিদ্যাপীঠ সাপাহার সরকারি কলেজে সদ্য অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. নাজির উদ্দিন। গত ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) বদলি ও পদায়নের পর তিনি ২৩ অক্টোবর সাপাহার সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে নতুন অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করেন সাপাহার প্রেস ক্লাবসহ সাপাহার সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। সদ্য অধ্যক্ষ মো. নাজির উদ্দিন সাপাহার উপজেলার কৃতী সন্তান ১৬তম বিসিএস কর্মকর্তা।

দায়িত্ব প্রদান

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ পলস্নীবিদু্যৎ সমিতির জেলারেল ম্যানেজার প্রকৌ. সুজিত কুমার বিশ্বাসকে ভোলা পলস্নীবিদু্যৎ সমিতিতে বদলি করা হয়েছে। বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড চেয়ারম্যানের অনুমোদনক্রমে পরিচালক (প্রশাসন) মো. মাহফুজুল হকের স্বাক্ষরিত পত্রে তাকে বদলি করা হয়। বুধবার স্বাক্ষরিতপত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। উলেস্নখ্য কাজের স্বার্থে ও জনস্বার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পবিসের জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তার নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উক্ত পবিসের জেনারেল ম্যানেজারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

মাসিক সভা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, তিতাস থানার প্রতিনিধি এসআই লিটন চাকমা, গ্রাম আদালতের প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে