শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যার ১০ বছর পর মামলা

গাইবান্ধা প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যার ১০ বছর পর মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৪ সালের ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা করেছেন নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির। মামলায় সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধানসহ আওয়ামী লীগের ৭৯ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের কোর্ট জি আরও উপ-পরিদর্শক কামাল হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রের বাইরে শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়। এরপর তারা সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন মিজানুরের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। বাদীর বড় ভাই শাহাবুল ইসলাম তাকে রক্ষার চেষ্টা করলে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে