আখাউড়ায় সবজি বাজারে স্বস্তি, কমেছে দাম

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কয়েকদিনের ঊর্ধ্বমুখীতার পর কমতে শুরু করেছে সবজির দাম। বাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করায় স্বস্তি ফিরেছে সবজির দামে। ১০ দিনের ব্যবধানে সবজি ভেদে কেজি প্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে ২০০ টাকারও বেশি। বৃহস্পতিবার সকালে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার ঘুরে ক্রেতা-বিক্রিতার সঙ্গে কথা বলে এমনচিত্র দেখা গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে দাম আরও কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে সড়ক বাজারে গিয়ে দেখা গেছে, বরবটি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়। শিম ১৭০-১৮০ টাকা, বেগুন ১০০, কইডা ৭০-৮০, লাউ প্রতি পিস ৮০-৯০, টমেটো ১২০, মুখি ৬০-৭০, কপি প্রতি পিস ৫০, শসা ৫০ এবং মুলা ৬০ টাকা। তবে আলু ৬০ টাকাই রয়েছে। কাঁচামরিচ ২৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫০০ টাকা। ধনেপাতা ২৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে। ক্রেতা সিদ্দিক মিয়া বলেন, গত কয়েকদিনের তুলনায় সবজির দাম বেশ কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়েছে। বাজার তদারকির দাবি জানান তিনি। সড়ক বাজারের সবজির আড়ৎদার মা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী লোকমান মিয়া বলেন, বৃষ্টি ও পরিবহণ ব্যবস্থা ব্যাহত এবং মাঠ থেকে সবজি সংগ্রহে বাধা সৃষ্টি হওয়ায় বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছিল। এখন শীতের আগাম সবজি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ জন্য দাম কমতে শুরু করেছে। আগামী সাত দিনের মধ্যে আরও কমবে বলে তার আশা।