শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের ফিরোজ গ্রেপ্তার

চট্টগ্রাম বু্যরো
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের ফিরোজ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করা যুবলীগ নেতা ফিরোজকে গ্রেপ্তার করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র?্যাব-৭)। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিলেও তিনি মূলত 'ডাকাত ফিরোজ' নামেই পরিচিত। এছাড়া মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের হোতা।

বৃহস্পতিবার ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসী ফিরোজসহ আওয়ামী লীগ সমর্থিত ক্যাডাররা ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ওই দিন ১৬ বছর বয়সি দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে