তিন জেলায় পানিতে ডুবে শিশুসহ ৩ অপমৃতু্য

সিরাজগঞ্জে পাওনা টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জে পাওনা টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া যশোরে ভৈরব নদ থেকে মৃতদেহ উদ্ধার এবং চাঁদপুরের শাহরাস্তি ও মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুসহ আরও দুইজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে আশরাফ হোসেন আশফাক (৩৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আশফাক সিরাজগঞ্জ পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহলস্নার মৃত আব্দুর রহিমের ছেলে। স্বজনরা জানান, ব্যবসার পাওনা টাকা চাওয়ায় আশফাককে দুর্বৃত্তরা গলা টিপে হত্যা করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনরা জড়িতদের দ্রম্নত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী এলাকার ভৈরব নদ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সকালে নদের ওই পাশ থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরবর্তীতে তারা নদের পাড়ে একটি মৃতদেহ ভাসতে দেখেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০-৭০ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তির সোস্যাল মিডিয়ায় আলোচিত সেফায়েত উলস্না মজুমদার ওরফে সেপুদার বড় ভাই সাবেক প্রধান শিক্ষক সামসুল হুদা মজুমদার (৮৫) পানিতে পড়ে মারা গেছেন। গত বুধবার পুকুরের পানিতে পড়ে তার মৃতু্য হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা করের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করে। তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, পুকুরের পানিতে ডুবে তালহা নামের সাড়ে তিন বছর বয়সি এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার নানা বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর এলাঙ্গি গ্রামের গোরস্থান পাড়ায়। তার পিতার নাম উজ্জল। গ্রামের তানভীর আহমেদ তুহিন জানান, তালহা মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। সকালে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে তালহার মরদেহ জনৈক কালুর পুকুরের পানিতে ভাসতে দেখে।