শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
তিন জেলার সড়কে আরও ৩ মৃতু্য

চন্দনাইশে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১, আহত ২০

স্বদেশ ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
চন্দনাইশে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১, আহত ২০

চট্টগ্রামের চন্দনাইশে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে একজন, লক্ষ্ণীপুরের রায়পুরে একজন ও ময়মনসিংহের গফরগাঁওয়ে একজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সৌদিয়া যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে বাইসাইকেল আরোহী মো. আলমগীর (৩৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়া এলাকার আবুল কাশেমের ছেলে। আহতদের মধ্যে খুলনা জেলার রূপসা থানার নাসিমা বেগম (৪৫), নাজমুল হুদা (২২), তাসলিমা (২৫), শাহরিন (২), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার সোহানা (২৮), আতকিয়া (৮), যশোরের তরিকুল ইসলাম (২৮)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পাওয়া যায়নি।

জানা যায়, সৌদিয়া পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি চন্দনাইশ উপজেলার কলঘর এলাকায় একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আলমগীর ও বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আলমগীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহআলম (৫৬) নামে একজন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত সাইদুল (২০), মঞ্জুর (৫৬) ও কুদরত (৫৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা হলো; তানহা (৬), মিমহা (৭), ঝর্ণা (২২), সুফল (৪০)সহ ২০ জন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রায়পুরে ট্রাকের চাপায় আবু মুছা (৪) নামের একজন শিশু নিহত হয়েছে। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে মক্তবে যাওয়ার সময় রায়পুর লক্ষ্ণীপুর সড়কে এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ-গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফজলে রাব্বি (৩৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। তিনি আহত অবস্থায় গত তিন দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার বিকালে দিকে গফরগাঁও পৌরশহরের ইমামবাড়ী এলাকায় নিজ বাসায় আসার পর রাত সাড়ে ৭টায় তার মৃতু্য হয়। বাবা নাজিম উদ্দীন মাস্টার ছেলের মৃতু্য ঘটনাটি নিশ্চিত করেন। নিহত ফজলে রাব্বি উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কান্দিপাড়া শাখা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে গত সোমবার সকালে গফরগাঁও থেকে ময়মনসিংহে পিটিআই যাওয়ার পথে সুতিয়াখালী এলাকায় সিএনজির সঙ্গে একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুত্বর আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে