শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ

খুলনার পাইকগাছায় ঘের দখল ও চাঁদাবাজি মামলার আসামি দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি। গ্রেপ্তার দুইজন লতা ইউনিয়নের মেম্বার ফেরদৌস ঢালী ও পুলুকেশ রায়। বুধবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, গত মঙ্গলবার বিকালে ইউএনও'র সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এলে উপজেলা চত্বর থেকে দুই মেম্বারকে আটকে রাখে। এ সময় ইউএনও থানায় জানালে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। ইউএনও মাহেরা নাজনীন বলেন, 'মিটিং শেষে মেম্বাররা চলে যান। নিচে কি হয়েছে আমি দেখিনি। তবে শুনেছি নিচে গেলে কারা এক মেম্বারকে ধরে নিয়ে যায়। বিষয়টি থানার ভারপ্রাপ্ত ওসিকে জানিয়েছি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) তুষার কান্তি দাস জানান, ২০১৮ সালের ঘের দখল ও চাঁদাবাজি মামলার এজাহার নামীয় দুই আসামিকে বাদীপক্ষের লোকজন ধরে থানায় দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে