চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন দুইজন দমকল কর্মী আহত
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের হালিশহর থানার নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের টায়ারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাপণ কাজের সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। আগুনে কারখানাটিসহ আশপাশের কয়েকটি দোকান এবং একটি ভবনও ভস্মীভূত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, টায়ার কারখানাটির অনুমোদন ছিল না। এর আগেও দুইবার সেখানে আগুন লেগেছিল।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আসে বেলা ১১টার দিকে। আগুনের সূত্রপাত কীভাবে- তা এখনো জানা যায়নি।
সরেজমিন দেখা গেছে, আগুন নির্বাপণের সময় হঠাৎ বিকট একটি শব্দ হয়। তখন কিছু বুঝে ওঠার আগেই ওই দুই ফায়ার সার্ভিসের কর্মী আহত হন। আহত দুই কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। কারখানা সংলগ্ন সম্প্রতি নির্মিত একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সেখানে কয়েকটি পরিবারের বসবাস ছিল। এছাড়া আশেপাশের কয়েকটি দোকানপাটের মালামালও পুড়ে গেছে। কারখানাসংলগ্ন একটি মাদ্রাসায় আগুন ছড়ালেও শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা গেছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় এক দোকানি বলেন, 'শুধু ফ্রিজ আর ক্যাশটা বের করতে পারছি। বেশিরভাগ মালামালই পুড়ে গিয়েছে। টায়ার ফ্যাক্টরিটা অবৈধভাবে চলছিল। কীভাবে আগুন লেগেছে তাও জানি না।'
ভবনের তৃতীয়তলার এক বাসিন্দা বলেন, 'আমার কাপড়চোপড় একটাও নেই। টাকা-পয়সা যা ছিল সব পুড়ে গেছে। এক কাপড়ে বের হয়ে গেছি।'
এদিকে, আগুন লাগার পরপর শাহজালাল রাবার অ্যান্ড সোল নামক ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
চিনিকল পুনরায় চালুসহ বিভিন্ন
দাবিতে ছয় জেলায় মানববন্ধন
ম স্বদেশ ডেস্ক
চার বছর ধরে বন্ধ পঞ্চগড় চিনিকল পুনরায় চালু ও মেহেরপুরের গাংনীতে শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মানিকগঞ্জের দৌলতপুরে যুবদলের আনন্দ মিছিল, মৌলভীবাজারের চুনারুঘাটে মামলার প্রতিবাদে মানববন্ধন, তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বাজিতপুর ও চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পঞ্চগড় প্রতিনিধি জানান, চার বছর ধরে বন্ধ পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প-কারখানা পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আখচাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার মিল গেট বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুই পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পঞ্চগড় আখচাষি সমিতির আয়োজনে মানববন্ধনে জাগপার মুখপাত্র ও কেন্দ্রীয় জাগপার সহ-সহাভাতি আল রাশেদ প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইলমা জাকিয়ার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।
উলেস্নখ্য, জমি সংক্রান্ত বিরোধে উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদের ধারালো অস্ত্রাঘাতে খুনের শিকার হন স্কুল শিক্ষিকা জাকিউল ইলমা জাকিয়া ও তার ননদ জোসনা খাতুন।
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মওলানা ইউসুফ আলী, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা সেকান্দার আলী প্রমুখ।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। গত বুধবার বিকালে ১০ নম্বর মিরাশী ইউনিয়নের পাকুড়িয়া বটতলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার লিলু মিয়া সরকার, এলাকাবাসীর পক্ষে ছুরত আলী, রাণীগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া, মাওলানা শাহ আব্দুল কাদির, আলতা সরকার, সিরাজুল হক প্রমুখ।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের বাশমহালে গত বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা কাইয়ুম খান হেলাল। বক্তব্য রাখেন প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর তনয় মোস্তাফিজুর রহমান মামুন সাবেক জিএস আব্দুল জলিল, সাবেক যুবদলের সভাপতি কায়সার মাহমুদ রিপন, বদরুল আলম শিপুর ছোট ভাই নূরে আলম দিপু স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রনি ভূইয়া প্রমুখ।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন। বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমদ নুর, ইউসুফ সওদাগর, মো. হারুন, মোহাম্মদ আকতার, নবী হোসেন, মো. খলিল, মহিবুলস্নাহ প্রমুখ।