বিভিন্ন অপরাধে গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার, বরিশালের বাবুগঞ্জ, জামালপুরের বকশীগঞ্জ, নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর, গাজীপুরের কালীগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, নাটোরের নলডাঙ্গায় ২৭ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামি রনি সিকাদরকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বিনাপানি স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ মো. সুমন (৩০) ও মো. লিটন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল পস্নাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সুজন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মাতাব্বরের ছেলে ও লিটন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পার্টির সমর্থিত মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তাকে বরিশাল জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় বরিশাল কোতোয়ালি থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১১টায় পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাহিদুল ইসলাম মঞ্জু মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি পৌর যুবলীগের সদস্য। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খালপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ যুবককে আটক করেছে (বিজিবি)। সোমবার গভীর রাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খালপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ান-(৫১) বিজিবির টহল দল। আটক হলো নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের (মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত মলিস্নকের ছেলে আনন্দ দত্ত মলিস্নক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিণ চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ানপাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮) ও পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯)।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সৈয়দপুর থানা পুলিশ মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক, মোবাইল চোর, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ১১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তার হলো- মাদক ব্যবসায়ী রাজনবী (২৫), হাসান (২৭), মোবাইল চোর সিন্ডিকেট সদস্য শরিফুল (২০), মোকসেদুল (২০), নাজমুল (১৮), মজিদুল (২৪), সাইকেল চোর নওশাদ (৩৩), গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হাই (৬০), পারিবারিক আইনে মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. পারভেজ (৫৫), পলাতক আসামি আনিছুর রহমান (৪৫) ও অপূর্ব চন্দ্র রায় (২৪)।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাই মালামালসহ ২ মাদক কারবারি ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে পাঁচ আসামিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামি হলো- মাদককারবারি উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া গ্রামের সুবীর ডি কস্তার ছেলে স্টেনলি ডি কস্তা (২৮), তুমলিয়া ইউনিয়নের পৈন্যারটেক গ্রামের আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে মো. খোকন ভূঁইয়া (৩৮)। চোর চক্রের সদস্যরা হলো কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের মো. লিটন মিয়ার ছেলে সোহেল রানা (৩০), একই এলাকার মুনশুরপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মামুন খান ওরফে আব্দুলস্নাহ (২২) ও মোরশেদ সরকারের ছেলে মোহাম্মদ মজিবুর রহমান মিন্টু (৫২)।
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কমপেস্নক্স আঙিনা থেকে তাকে আটক করা হয়।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলী চাঁদাবাজির মামলা করার পর রাতে বাড়ি থেকে বাবলাকে গ্রেপ্তার করা হয়।