এইচপিভি ভাইরাস টিকা প্রদান

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মৌলভীবাজারে 'সারভারিক্স' টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাইল হোসেন ও সিভিল সার্জন ডা. মামুনুর রহমান -যাযাদি
সারাদেশে এইচপিভি ভাইরাসের ক্যানসার প্রতিরোধক 'সারভারিক্স' টিকা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ টিকার উদ্বোধন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের আয়োজনে শহরের আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ টিকার উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক এসকে মিনাল সিয়ামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্নালী দাশ, আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের ডা. রবিউস সানী, ডা. মুত্তাকিম ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াদুদ প্রমুখ। স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে এক লাখ ৩ হাজার ৫২৯ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন প্রমুখ। উদ্বোধনী দিনে ১৮৭টি স্কুলের ১১ হাজার ৩০১জন ছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকা প্রদান উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. মনিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনজুর হোসেন, ভোলা ইসলামি ফাউন্ডেশনের উ-পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ। পটুয়াখালী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের টিকা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পরিচালিত কর্মসূচিতে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এবং ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের এ ভ্যাকসিন প্রদান করা হবে। পটুয়াখালী জেলায় মোট ৭৬ হাজার ২০০ কিশোরীদের এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিভাগ ব্যতীত দেশের সকল বিভাগে এই টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোলস্না বখতিয়ার উদ্দিন, ইসলামি ফাউন্ডেশন উপ পরিচালক মাহবুব আলম উপস্থিত ছিলেন। লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে.পি দেওয়ান, সিভিল সার্জন আহমেদ কবির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপী। ডা. রোকসানা হ্যাপী বলেন, জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, প্রতিরোধ ও কার্যকর। এ টিকা জরায়ুমুখ ক্যানসার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার একশ' শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের এইচপিভি টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সরকারিভাবে বিনা মূল্যে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন জানান, সারাজীবন একবার নিতে হবে এই টিকা। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। যেকোনো দিন যেকোনো সময় রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে। নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি নানিয়ারচরের বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয়েছে। এসময় বিদ্যালয় পর্যায়ের ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হয়। উপজেলা নিরাপদ ও খাদ্য পরিদর্শক মিল্টন বড়ুয়ার সর্বাঙ্গীণ সুপারভিশনে উপজেলা স্বাস্থ্য সহকারী তৌশি চাকমা টিকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা টিংকু চাকমা ও ডোলী নাথ। রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫১৩ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য সহকারীরা এই টিকাদান কার্যক্রম চালু করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিউলস্নাহ সিবলীসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন। রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যানসার প্রতিরোধক সারভারিক্স টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও সৈয়দ আমজাদ হোসেন। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামনাশীষ মজুমদার। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান, রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন, শিক্ষা অফিসার রূপাঞ্জলি কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ্জামান, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন।