শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সিরাতুন্নবী (সা.) মাহফিল

\হচট্টগ্রাম বু্যরো

চট্টগ্রামের সদরঘাট থানার ২৮ নম্বর পাঠানটুলীতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জামায়াতে ইসলামীর আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আলমগীর বাশার। ওয়ার্ড আমির কবির আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমির মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমির ডা. আবদুল মতিন তালুকদার, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

পুরস্কার বিতরণী

\হমাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মীম আতিকুলস্নাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মো. আসলাম মিয়া। বিশেষ মেহমান ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ। অনুষ্ঠানে সবক প্রদান করেন হুফ্‌ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশের সভাপতি ক্বারী মাওলানা ইলিয়াস লাহোরী। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার প্রিন্সিপাল আবু তৈয়ব।

যাকাত তহবিল হস্তান্তর

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) আয়োজনে নরসিংদীর পলাশে দারিদ্র্যবিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জীবিকা উন্নয়ন কেন্দ্র সান্তাননপাড়া প্রকল্পের ডোনার, বস্নুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা ডক্টর মো. কামরুজ্জামান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, জিএম ডক্টর মো. আব্দুল মান্নান, এজিএম এনামুল, এরিয়া ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম।

স্মারকলিপি প্রদান

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। বুধবার সকালে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার ও চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনুজির আহমেদ বেনুর নেতৃত্বে ইউএনও-র নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মী সভা

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের হাতে তৈরি করা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে শহীদদের রক্তের সঙ্গে যেমন বেঈমানি করা হবে, তেমনি এই দেশের রাজনৈতিক সংস্কার ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে আগুনে ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড এলাকায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চুনারুঘাট ফায়ার সার্ভিস। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার। তিনি বলেন, চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে অগ্নিকান্ডে মার্কেটের মুদি দোকান ও ওয়ার্কশপসহ পুড়ে গেছে ৯টি দোকান। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

অবহিতকরণ সভা

ম স্টাফ রিপোর্টার, নড়াইল

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নড়াইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্য অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কুমার, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী প্রমুখ।.

সভা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন মো. মনিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মনজুর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা, উপ-পরিচালক সিপিপি মো. আব্দুর রশিদ মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

ঢালাই কাজের উদ্বোধন

ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

অবশেষে স্বাধীনতার ৫০ বছর পর ভোগান্তির অবসান ঘটলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বসবাসরত হাজারেরও অধিক বাসিন্দাদের। বুধবার সকাল ১০টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল গ্রামে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির বাবু, ৪নং ওয়ার্ড মেম্বার রশিদুল আলম, অত্র গ্রামের মোয়াজ্জিম হোসেন, রফিক, নজরুল, আলমগীর, জাকারিয়াসহ অনেকে।

মতবিনিময় সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

ক্রেতা সুরক্ষা প্রদান

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন পস্নাজার 'কিস্তি ক্রেতা সুরক্ষা' নীতির আওতায় আর্থিক সুবিধা পেলেন বাঁশখালীর কোহিনূর আক্তার। মঙ্গলবার বিকালে বাঁশখালী ওয়ালটন পস্নাজা চাম্বল শাখা কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহক পরিবারের হাতে আর্থিক সুবিধার নগদ টাকা হস্তান্তর করা হয়। এ সময় ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন বসাক, চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার মো. শাহিন, ক্রেডিট ম্যানেজার রেজাউল করিম, ওয়ালটন পস্নাজা চাম্বল শাখার ব্যবস্থাপক আনিসুল ইসলাম, মান্নান সেন্টারের মালিক মান্নান তালুকদার প্রমুখ।

বিদ্যালয় পরিদর্শন

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য কাউন্সিলিং ক্লাস নেওয়া ও নিয়মিত অভিভাবক সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আমির সালমান রনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান উলস্নাহ, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান লিটন প্রমুখ।

আর্থিক সহায়তা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরলের রাণীপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম ইউনুস আলীর পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম। এ সময় ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রবিউল গনি, জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইমরান প্রধান, রানীপুকুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

মতবিনিময় সভা

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের মূল্য সহনীয় পর্যায়ে রাখার নিমিত্ত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মোহাম্মদ, আনোয়ারা থানার ওসি মনির হোসেন, সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, জামায়াত নেতা নাসির উদ্দিন শাহ ও সাদ্দাম হোসেন।

সভা অনুষ্ঠিত

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে ইরা-ক্রিয়া প্রকল্পের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা ইরা-ক্রিয়া প্রকল্পের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেল্প ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, বাংলাদেশ হেলথ ওয়াচের গবেষণা বিভাগের সমন্বয়ক মাহরুবা খানম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. শাহজাহান চৌধুরী, ইরা-ক্রিয়া প্রকল্পের উপজেলা প্রজেক্ট ম্যানেজার রাজিয়া খাতুন, ইরা ও জেলা স্বাস্থ্য অধিকারে ফোরামের সমন্বয়ক ফয়সাল আহমেদ।

মতবিনিময় সভা

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র নকলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ মাহবুবর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শফিউল আলম লাভলু ও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।

অর্থ প্রদান

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবুরহাটে স্থানীয় বিএনপির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিধবা লক্ষ্ণী রাণীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন আলহাজ মনজুরুল ইসলাম মনজু। পরে এক গণসমাবেশে শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায়, উপজেলা বিএনপির সহসভাপতি মাহামুদুন্নবী ওয়াটসহ অনেকে।

সবজি বীজ বিতরণ

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তারানগর ও বাগবের কমিউনিটি বীজ ব্যাংক হতে ১১ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদিন জাম্বিল। মুন্না রংদির পরিচালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, বারসিক কলমাকান্দা উপজেলা সমন্নয়ক গুঞ্জন রেমা, কৃষক /কৃষাণী মথি ঘাগ্রা ও সাবিনা রংদি, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু।

সুধী সমাবেশ

ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতে আমির মাওলানা আনোয়ারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুব বিভাগের ভারপাপ্ত সভাপতি আবুজার ফটিক, নন্দীগ্রাম উপজেলা সাবেক শিবিরের সভাপতি আব্দুল কাদের।

নতুন ওসির যোগদান

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মো. আব্দুস ছালাম। এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ পুলিশের পিবিআই বিভাগে কর্মরত ছিলেন। জানা গেছে, এই থানায় কর্মরত ওসি চিত্ত রঞ্জন রায় বাংলাদেশ পুলিশের টুরিস্ট পুলিশ বিভাগে বদলি হয়ে যাওয়ায় শূন্য পদে চলতি সালের ১৬ অক্টোবর ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর মো. আব্দুস ছালাম। তিনি পাবনা জেলার অধিবাসী।

কমিটি গঠন

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রম্নপের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মো. জিলস্নুর রহমানকে কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সভাপতি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সহসভাপতি পবিপ্রবির উপউপাচার্য ও ট্রেজারার, কোষাধ্যক্ষ ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে