লক্ষ্ণীপুরে নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুরে নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বুধবার সকালে শহরের চক বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, পৌর শহরের চকবাজার মসজিদ মার্কেটের ১৩০জন ব্যবসায়ী নিয়ে ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল বুধবার। কিন্তু এর আগে চক বাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার একটি নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।