তারাকান্দায় ইউএনও'র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তার অর্থ আত্মসাতের এ অভিযোগ লিখিতভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা ২০২০ ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে নিয়মিত রাজস্ব তহবিল ও উদ্বৃত্ত রাজস্ব তহবিল থেকে সরকারি অর্থ ব্যয় দেখানো হয়েছে। তাছাড়া কোনো কাজ না করেই প্রকল্প দেখিয়ে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের ঘটনা ঘটেছে। সরকারি বিধি মতে, উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা ২০২০ অনুযায়ী কী কী খাতে অর্থ ব্যয় করা যাবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা আছে নির্দেশিকার ক থেকে ম পর্যন্ত। এর বাইরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করেছেন ইউএনও নাজনীন সুলতানা, যা নিয়মবহিভূর্ত। বিধি অনুযায়ী যে সব অর্থ উন্নয়ন তহবিলে চলে যাবে তা সরকারের এডিপি বরাদ্দ যোগ হয়ে উপজেলা প্রকল্প বাছাই কমিটির মাধ্যমে প্রকল্প যাচাই-বাছাই করে উপজেলা পরিষদের মাসিক সভা অনুমোদন সাপেক্ষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে। নিয়মানুযায়ী সরাসরি রাজস্ব তহবিল থেকে প্রকল্প গ্রহণের সুযোগ নেই। কিন্তু ইউএনও সেসব তোয়াক্কা না করে প্রতি মাসে মাসিক সভায় বিভিন্ন প্রকল্প দেখিয়ে নিয়মিত রাজস্ব তহবিল থেকে অর্থ উত্তলন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসের মাসিক সভায় আসবাবপত্র ক্রয় বাবদ ২ লাখ টাকা, আইপিএস, সিসি ক্যামেরা ও কম্পিউটার বাবদ ৩ লাখ টাকা ব্যয় করা হয়, যা কোনো বিধি মেনে হয়নি। ২০১৯-২০ অর্থবছরে বিধি মোতাবেক সিসি ক্যামেরা স্থাপন বাবদ তৎকালীন ইউএনও ৩ লাখ টাকার কার্যক্রম সম্পন্ন করেছেন। ২০২৪ জুলাই মাসে ফটোকপি মেশিন ২ লাখ টাকা, চেয়ার বাবদ ২ লাখ, বক্‌শীমূল কলেজ উন্নয়ন বাবদ ১ লাখ, মাধ্যমিকের খেলাধুলার সরঞ্জাম বাবদ ১ লাখ টাকা ব্যয় দেখানো হয়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং ভাগবাটোয়ারা করা হয় বলে সূত্র জানায়। স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, 'প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে, তবে নতুন করে প্রকল্প সংশোধন করা হয়েছে।' ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, 'আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'