সড়ক দুর্ঘটনায় চকরিয়া ও লালপুরে শিশুসহ নিহত ২
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় টমটম উল্টে চালকসহ নাটোরের লালপুরে মাইক্রোবাসের চাপায় শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় টমটম (ব্যাটারিচালিত) গাড়ি উল্টে নিচে চাপা পড়ে চালক মো. আশরাফুল ইসলাম (১৯) নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার সময় চিরিঙ্গা-বদরখালী সড়কের কোরালখালী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদ্দাছড়া এলাকার মাহমুদুল করিমের ছেলে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর বাহাদুর আলম বলেন, আশরাফ দুপুরে বাড়ি ফেরার পথে সড়কের কোরালখালী এলাকায় একটি টার্নিং পয়েন্টে টমটম গাড়িটি উল্টে যায়। এ সময় চালক আশরাফ টমটমের নিচে চাপা পড়লে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ইমা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমা তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি মাইক্রোবাস ইমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃতু্য হয়। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।