দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণে চার জেলায় প্রশাসনের বাজার মনিটরিং

ইলিশ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিন জেলায় অভিযান

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান -যাযাদি
দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই, চট্টগ্রামের মিরসরাইয়, নওগাঁর পোরশা ও বগুড়ার শিবগঞ্জে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে, চট্টগ্রামের সন্দ্বীপ এবং কুড়িগ্রামের চিলমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরা ও বাজারে ইলিশ মাছ বিক্রির অপরাধে ২ মাছ বিক্রেতাকে জরিমানা, কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে অর্থদন্ড করেছে উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কাপ্তাই (রাঙামাটির) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে সদর উপজেলার বড়ইছড়ি এবং কাপ্তাই নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকান মালিককে ১৩শ' টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড স্বরূপ মুহুরী। এ সময় তার সঙ্গে ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার উপজেলার আবু তোরাব কাঁচাবাজারে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড প্রশান্ত চক্রবর্তী। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশার নিতপুর কালাইবাড়ি বাজারে মুরগী ও ডিমের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার অভিযানে ২ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করেন ইউএনও আরিফ আদনান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবিরসহ পুলিশ কর্মকর্তারা। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার বিকালে বাজার মনিটরিং করেন এসিল্যান্ড তাসনিমুজ্জামান। শিবগঞ্জ, মহাস্থান, মোকামতলা, গুজিয়া ও পিরবসহ কয়েকটি হাটে বাজার মনিটরিং করেন তিনি। এ সময় তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সন্দ্বীপে গত মঙ্গলবার ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার ধোপার দুই মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এ সময় ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও পুলিশের একটি টিম। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে মঙ্গলবার দিনব্যাপী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও নঈম উদ্দিন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারীরা মাছ ও জাল ফেলে পালিয়ে যায়। অভিযান শেষে রাতে নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমুখ। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় এসিল্যান্ড এরফান উদ্দিন এ অভিযান চালান। এ সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের অপরাধে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।