'সমস্যা সমাধানে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চাই'

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা -যাযাদি
যে কোনো সমস্যা সমাধানে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা। গত মঙ্গলবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সহযোগিতা চান তিনি। সভার শুরুতে জেলা প্রশাসক গত আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন। তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, অবৈধভাবে দখল, ভরাট ও দূষণ প্রতিরোধসহ সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, এসিল্যান্ড আর্নিকা আক্তার। বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক বিপস্নব হুমায়ন কবির, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আনিসুর রহমান বাকি, একে আজাদ প্রমুখ।