জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মেনে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত দেশের অনার্স-মাষ্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন ননএমপিও শিক্ষকরা। সে সময় তাদের ওপর বর্বোরোচিত হামলা চালায় পুলিশ। এর প্রতিবাদে ও পুলিশের শাস্তি এবং এমপিওর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৩২ বছরের বেষম্য অবসান কল্পে অনার্স-মাস্টার্স শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত তিন হাজার ৫০০ জন অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্ত করতে হবে। এছাড়া গত ১৭ অক্টোবর ঢাকায় শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
পাবনা প্রতিনিধি জানান, বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স-মাষ্টার্স কোর্সের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শিক্ষকেরা বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত আছেন। সরকার তাদের এমপিও ভুক্ত করছেন না। তারা রাজধানী ঢাকায় এমপিও ভুক্তির দাবীতে গেলে পুলিশ তাদের উপর হামলা করেন। তারা এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই দাবি করেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মেহেরাব আলী, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মাহাদেব শর্মা, সাধারণ সম্পাদক এনামুল হক, আঞ্চলিক সমন্বয়ক রংপুর শামীম পারভেজ, কেবিএম কলেজের প্রভাষক বন্দে আলী মিয়া, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর নিলুফার ইয়াসমিন প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, গত মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স -মাষ্ঠার্স শিক্ষক ফেডাশেন মাগুরা জেলা শাখা। এর আগে সকালে শহরের চৌরঙ্গীর মোড় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের মাগুরা জেলা সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ, মাগুরা আদর্শ কলেজের উপধ্যক্ষ গোলাম কিবরিয়া, তাসমিয়া তাবাচ্ছুম, নূর ইসলাম প্রমুখ।