চাঁদাবাজির মামলায় গৌরনদীতে বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

চার জেলায় আরও ১৮ জন আটক

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চাঁদা দাবির অভিযোগে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার, মাদারীপুরের রাজৈর ও চট্টগ্রামের মিরসরাইয়ে মাদককারবারি এবং পতিতাবৃত্তির অপরাধে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেনসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৬) বাদি হয়ে পৌর বিএনপি নেতা জাকির হোসেনসহ চারজনকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে বুধবার গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করেছে। আসামিরা হলো নাজমুল হাসান মিঠু খান (৪৬), গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন (৫৫), পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৫) ও সদস্য এস এম সজীব শরীফ (৩৮)। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদি হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে বুধবার গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরণ করেছে। স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- কসবা উপজেলার দরুইল গ্রামের মো. আনোয়ার-(৩৮) ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলফু মিয়া-(৪৮)। বুধবার সকালে পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন অভিযোগে আট আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে এবং চার জেলেকে নিষিদ্ধ ইলিশ শিকারের অপরাধে প্রত্যেককে দুই দিন করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রাপ্ত আসামিরা হচ্ছে, বিবাড়িয়া জেলার বঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের আমির হোসেনের ছেলে সজিব (২৪), খলিলের ছেলে শাহাজালাল (২২), মৃত মেনু মিয়ার ছেলে স্বপন (৪৫) ও নুরুল ইসলামের ছেলে বাবুল (৪৫)। গ্রেপ্তার অন্যান্যরা হলো- উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকার মৃত কাসেমের ছেলে মঞ্জুর হোসেন। বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার আফসারউদ্দিনের দুই ছেলে যথাক্রমে হৃদয়, রিপন এবং মেয়ে স্বপ্না কে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে পতিতাবৃত্তির অপরাধে পতিতাদের সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের পতিতা সরদার রানী (৩০), চৌয়াড়ীবাড়ীর মিতু বালা(৩০), রাজশাহীর গোদাগারী থানার প্রেমতলী মেডিকেল এলাকার ময়না বেগম(২৪), ঢাকার আশুলিয়া থানার সাভার উত্তর রাজশন এলাকার সুবর্ণা আক্তার(৩০), রাজৈরের আমগ্রামের সুজিত ভাবু(২৫), আন্তর বালা(২০) ও সাহাপাড়ার অথৈয় সাহা(২৩)। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মিরসরাইয়ে জোরারগঞ্জ উপজেলায় একটি সিএনজি অটোরিক্সা গাড়িসহ ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ নিয়ে গ্রেপ্তার হয়েছে মো. তাজুল ইসলাম (৬০) নামের এক মাদককারবারি। বুধবার উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মাদককারবারী তাজুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।