জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নীলফামারীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পিইচপিভি টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা প্রশাসক নায়িরুজ্জামান ও সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান -যাযাদি
সারাদেশে সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এক ডোজ পিইচপিভি টিকা প্রদান করা হবে। এ উপলক্ষে বুধবার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পিইচপিভি টিকা প্রদানের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পিইচপিভি টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এ সময় জরায়ু ক্যান্সারের ভয়াবহতা এবং বিস্তৃতির বিষয় তুলে ধরেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ২৪ অক্টোবর থেকে শুরু করে এই টিকা প্রদান করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। মোট ১৮ কর্মদিবসের প্রথম ১০ দিন স্কুলের শিশুদের এবং বাকি ৮ দিন স্কুলের বাইরের শিশুদের টিকা প্রদান করা হবে। নীলফামারী জেলায় এ টিকার আওতায় আসবে ১ লাখ ৩ হাজার ৫২৯ জন ছাত্রী ও ১০ থেকে ১৪ বছরের কিশোরী। তবে এই টিকা পেতে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রংপুর প্রতিনিধি জানান, রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৩৩টি ওয়ার্ডে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা ৩১ হাজার ৬৭১ জন কিাশোরীকে দেওয়া হবে। এর মধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণি শিক্ষার্থী ৩১ হাজার ১৬৩ জন ও স্কুলবহির্ভূত কিশোরী রয়েছে ৫১৬ জন। ১৫৬ জন স্বাস্থ্যকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার রসিক প্রশাসক আজমল হোসেন তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইনে আজ বৃহস্পতিবার থেকে ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দেওয়া কর্মসূচি শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইমারি, মাধ্যমিক ও কওমি মাদ্রাসা। নগরীর শিশু নিকতন স্কুল ও কলেজে সকাল সাড়ে ৯টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রসিক প্রশাসক আজমল হোসেন। এ ছাড়া ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত স্কুলবহির্ভূত কিশোরীদের প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে টিকা দেওয়ার কথা রয়েছে। এ সময় ছিলেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়শ্রী রানী রায়, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ প্রমুখ। নড়াইল প্রতিনিধি জানান, বুধবার নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কুমার, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, ইউনিসেফ খুলনার চাইল্ড প্রটেকশন কর্মকর্তা মমিনুনেছা, ইউনিসেফ খুলনার অ্যাডভাইজার ডা. এসতেশাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে আগামী ২০ নভেম্বর ১৮ কর্ম দিবসে জেলার মোট ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৯৬৪টি কেন্দ্রের মাধ্যমে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১০ থেকে-১৪ বছর বয়সি ছাত্রী-কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এ টিকা দেওয়া হবে। পাবনা প্রতিনিধি জানান, পাবনায় বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সিভিল সার্জনের আয়োজনে সংবাদ সম্মেলনে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন ডা. শহীদুলস্নাহ দেওয়ার। তিনি বলেন, জরায়ুমুখে ক্যান্সার রোধে জেলার ৯টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং স্কুলবহির্ভূত ১০ থেকে ১৪ বছরের কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় পাবনাও এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে চার সপ্তাহব্যাপী। চাঁদপুর প্রতিনিধি জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চাঁদপুর জেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়- জেলায় ১ লাখ ৫১ হাজার ৯৩৬ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি) প্রতিরোধোক টিকা প্রদান করা হবে। বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় দৈনিক, জেলা পর্যায়ে জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। টিকার বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা. শাখাওয়াত হোসেন। জেলায় টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে ২ হাজার ৫১৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে কমিউনিটি টিকা কেন্দ্রে ২ হাজার ৪২৪টি। এসব টিকা কেন্দ্রে ৬০৬ জন দক্ষ টিকা প্রদানকারী টিকা প্রদান করবেন। এসব কাজে ২ হাজার ৪১৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন এবং তাদের সরাসরি তদারকি করবেন ৩০৩ জন কর্মকর্তা। সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে বুধবার দুপুরে জেলা স্কাউটস ভবন মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, জেলা তথ্য অফিসার এস কে ইমাম মেহেদীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্টাউটসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।