শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

গণজমায়েত

\হগাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বিপস্নবী ছাত্র-জনতার ব্যানারে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আমির হামজা, আফিফ হাসান, মাসুম রেজা, মোস্তাক আজম সোহাগসহ অনেকে। অনুষ্ঠানে গাংনী ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেয়।

বার্ষিক উরস শরীফ

\হবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে শাহ্‌ছুফি অলি শাহ (রহ.) এর ৫৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারায় মাজার শরীফ প্রাঙ্গণে হাজারো ধর্মপ্রাণ আশেক ভক্তের উপস্থিতিতে এ উরস শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ শরীফে প্রধান মেহমান ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। অপরদিকে মাজার কমিটি ও এলাকাবাসীর পক্ষে কোরআন খতম, গাউছিয়া খতম, ছেমা মাহফিল, আলোচনা সভা, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বৃত্তি প্রদান

ম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ২১০ শিক্ষার্থীকে বৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদীস্থ আর আর পি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রভাষক সুবীর কুমার দাশ। ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা. সাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান।

মতবিনিময় সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন গাজীপুর কালীগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিনসহ অনেকে।

কমিটি গঠন

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হুমায়ুন আহমেদ অর্ক জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসি এফ)'র সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, মহাসচিব সফিকুল ইসলাম ও চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ (ফাইজাল) স্বাক্ষরিত ৪১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হোন। হুমায়ূন আহমেদ অর্ক মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভার ৮নং ওয়ার্ড শান্তিবাগের স্থায়ী বাসিন্দা। তার বাবা তৌহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত ইউপি সচিব।

মশক নিধন

ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ডেঙ্গুর প্রকোপ রোধে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রইস আল রেজোয়ান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর রহমান প্রমুখ। এছাড়া একইদিন 'ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার'- এ স্স্নোগান নিয়ে আলোচনা সভা মাধ্যমে কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সভা অনুষ্ঠিত

ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধ

শেরপুরের শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শ্রীবরদী কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে শ্রীবরদী কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন দুলাল, বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ অনেকে।

সরিষা বীজ বিতরণ

ম ময়মনসিংহ বু্যরো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ করেছে বিএনপি। সোমবার সকালে ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি তাদের পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন। তার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর-জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন।

কমিটি গঠন

ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ভান্ডারিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব সভাকক্ষে সম্মেলনের প্রথমার্ধে ভান্ডারিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমাম পান্না বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাদল হাওলাদার। সাংবাদিক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন হাওলাদার, মো. রাজিব তালুকদার, মো. নাছির উদ্দিন হাওলাদার, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, মো. বশির উদ্দিন, মো. মামুন হোসেন মুন্সি।

আলোচনা সভা

ম ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এমকেএম আবুল খায়ের, প্রেস ক্লাব সাবেক সভাপতি এম আহসানুল ছগীর।

কর্মী সম্মেলন

ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে জামায়াত ইসলামী নূরনগর শাখার আয়োজনে নূরনগর মৎস্য সেট চত্বরে জামায়াত ইসলামী নূরনগর শাখার আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, সেক্রেটারি মাওলানা মো. গোলাম মোস্তফা, কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. আব্দুল মজিদ।

ওপেন হাউস ডে

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে বিভিন্ন দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতকানিয়া থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শাহরিন হোসেনের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ওরিয়েন্টেশন সভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে সমাজসেবা, যুব-উন্নয়ন, পিআইও, মহিলাবিষয়ক দপ্তরের সেবা সম্পর্কিত অবহিতকরণ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ওসমানপুর গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সূজন মিয়া, উপজেলা যুব-উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো. আলমগীর হোসেন, দীপক চন্দ্র রায় ও মো. ফারুক হোসেন (পুষ্টি)।

কার্যালয় উদ্বোধন

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার এলাকায় যুবদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শনিবার এ কার্যালয় উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য ও নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রায়হানুল আনোয়ার রাহী। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোরশেদ হাজারী। বক্তব্য রাখেন বিএনপি নেতা তাজুল ইসলাম ভান্ডারী, করিমুল হক, বেলাল মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাংঠনিক সম্পাদক মো. বেলাল, উপজেলা জাসাস সদস্য সচিব হামিদুলস্নাহ, ধর্মপুর শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য রাব্বি কায়েম প্রমুখ।

প্রেস ব্রিফিং

ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর

পিরোজপুরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কর্মসূচি পালন করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস কাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পিরোজপুরের মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশিন, মেডিকেল অফিসার মো. আরিফ হাসান প্রমুখ।

বীজ বিতরণ

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির আবুল কামাল বিশ্বাস, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

'খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বছিরবানিয়া হাট যুবসমাজ কর্তৃক আয়োজিত খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে খুশি ব্রিকসের স্বত্ব্বাধিকারী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, হান্নান আশরাফি প্রিন্স, একরামুল হক, মোজেলস্নুর রহমান, আমিনুল হক, রমজান আলী, রিয়াজুল ইসলাম ভ্যাড়কা।

হাত ধোয়া দিবস

ম নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনের্ যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশল মো. রুবেল শেখ, নাজিরপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, যুগ্ম সম্পাদক অনুপ কুমার সিকদার, নির্বাচন কর্মকর্তা আলিমউদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম বিলস্নাহ্‌ প্রমুখ।

ক্যাম্পেইন অনুষ্ঠিত

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

'ডিমে শক্তি ডিমে পুষ্টি, ডিমে আছে রোগমুক্তি' এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদরাসা শিার্থীদের নিয়ে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসার হল কক্ষে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খ্যাতের আয়োজনে আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, আইডিএফের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ইসলাম, আইডিএফের মাটিরাঙ্গা কৃষি ফার্ম ব্যবস্থাপক হিরন্য কিশোর ত্রিপুরা, মাদরাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, শিক মুফতি আলমগীর হোসেন হাবিবী প্রমুখ।

সার বিতরণ

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রবি মৌসুমে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাজিপুর কৃষি বিভাগের আয়োজনে কৃষি অফিস চত্বরে সকালে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উদ্ভিদ সংরণ কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠিত

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ, শাহজাদপুর খানবাড়ী মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত কোরবান আলীর মৃতু্যতে ইসলামপুর প্রেস কাবের আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব ইসলামপুর প্রেস কাব হলরুমে প্রেস কাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান, মরহুমের বড় ভাই কুদ্দুস মেম্বার ও ছেলে সাব্বির আহমেদ লাবন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফাসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে