শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

নাটোর প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত বিভিন্ন স্থানে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এতে করে ঝুঁকি নিয়ে চলাচল করছে এই পথে চলাচলকারী ট্রেন। বিচ্ছিন্নভাবে ক্লিপ চুরির ঘটনা ঘটায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি গত তিন মাসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রেলওয়ে ঈশ্বরদীর থানা পুলিশ।

সরেজমিন পরিদর্শনে গিয়ে আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী ১০ কিলোমিটার এলাকায় শতাধিক ক্লিপ শূন্য দেখা গেছে। এসব জায়গার ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা রয়েছে। এসব ক্লিপ রাতের আধারে প্রতিনিয়তই চুরি হচ্ছে বলে জানান রেললাইনের পার্শ্ববর্তী এলাকার মানুষ।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ক্লিপ চুরির ঘটনাটি কেউ জানায়নি। এর আগে একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা পুলিশকে অভিযোগ করে কোনো কাজ হয়নি। এবার জিআরপি থানা পুলিশকে জানানো হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, 'আমি এ থানায় নতুন। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে