বাগেরহাটের কচুয়ায় ৬ বছর পরে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নানা আয়োজনে ১০ দিনব্যাপী লক্ষ্ণীপূজার মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার থেকে কচুয়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় পুতুল নাচের মধ্যে দিয়ে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের সাজসজ্জা, আলোকসজ্জা ও ছোটদের বিনোদনের জন্য রেলগাড়ি-শো, নাগরদোলা, নৌকা-শোসহ বিভিন্ন কসমেটিক পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র ও আবহমান বাংলার লোকজশিল্পের তৈরি পণ্যসামগ্রীর স্টল মেলায় স্থান পায়। কচুয়ার হারানো ঐতিহ্য ধরে রাখতে কচুয়া বাজার বনিক সমিতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।
এদিকে মেলা কমিটির আহ্বায়ক নাজমুল হক নাদিম বলেন, 'আমরা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে নতুন আঙ্গিকে বিভিন্ন ধরনের হারানোর ঐতিহ্যসহ উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাব।'