শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গাংনীতে দুইটি বোমাসদৃশ বস্তু ও দাফনের সরঞ্জাম উদ্ধার, চাঁদা দাবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
গাংনীতে দুইটি বোমাসদৃশ বস্তু ও দাফনের সরঞ্জাম উদ্ধার, চাঁদা দাবি

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগ নেতা সুমন ইসলামের বাড়ি থেকে দুইটি বোমা সদৃশ বস্তু ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গাংনীর এলাঙ্গী ক্যাম্প পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে।

সুমন ইসলাম জানান, তিনি গ্রামের ভিটাপাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন। মঙ্গলবার সকালে তার বাড়ির রান্নাঘরের মধ্যে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়ের টুকরো, আগরবাতি, সাবান, গোলাপজল ও প্রাণনাশের হুমকি সম্বলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর দেন স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটে লেখা আছে, 'দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।'

গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন জানান, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে