রামপালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দিয়েছেন। সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। জানা গেছে, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন ২০১৮ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগের বিষয়ে ওই প্রধান শিক্ষক খাদিজা খাতুন বলেন, 'কিছু অসংগতি আছে। আমার কিছুটা ভুল হয়েছে। তবে আমি বড় ধরনের কোনো অনিয়ম করিনি।' উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, 'অভিযোগের কপি পেয়েছি। তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।'