শেরপুরে পোলট্রি ফিশ মিলে ভয়াবহ অগ্নিকান্ড
প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে আলাল গ্রম্নপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোলট্রি অ্যান্ড ফিশ মিড লিমিটেড নামের একটি মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, 'হঠাৎ করেই পোলট্রি অ্যান্ড ফিশ ফিড মিলের কাঁচামাল রাখার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে তারা এসে আশপাশের উপজেলা থেকে আরও পাঁচটি ইউনিটকে খবর দেয়। এরপর সবাই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ব্যবস্থাপনের দাবি, অগ্নিকান্ডে মিলের গোডাউনে থাকা ফিড তৈরির ৩ হাজার ১৭০ মেট্রিক টন সয়াবিন, ২ হাজার ৯৫ মেট্রিক টন ভুট্টা, ৯৫৫ মেট্রিক টন কেমিক্যাল সিজিএন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে গেছে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।