দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দুই ফেরির সংঘর্ষ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশার কারণে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে তাদের বিআইডবিস্নউটিসি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ প্রদান করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝ নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্ত মাইক্রোর চালক ইরশাদ জানান, পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ফেরি রওনা দেয়। ঘনকুয়াশার কারণে মাঝ নদীতে সকাল সাড়ে ৬টার সময় ফেরি ভাষা শহীদ বরকত এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে তার মাইক্রো ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও তাকে ১৬ হাজার টাকা ক্ষতি পূরণ দেয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝ নদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিআইডবিস্নউটিসি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেয়। বিআইডবিস্নউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক সালাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।