নিকলীতে কৃত্রিম জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে পরিবেশ
প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর আতকাপাড়া গ্রামে গত কয়েক মাস ধরে ড্রেনের নাম করে এলাকার একটি প্রভাবশালী মহল কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে। এর ফলে অর্ধ শতাধিক বাড়ির ভেতর পানি জমে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসী একটি লিখিত অভিযোগ করে। তবু কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।
জানা যায়, কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের আতকাপাড়া, তালাবপাড়া দুই পাড়ার মধ্যে এলজিইডি একটি ড্রেন রয়েছে। এক স্বার্থান্বেষী মহল এই এলাকার প্রায় অর্ধ শতাধিক বাড়ির পাশে স্থাপনা তৈরি করার কারণে কয়েকটি পাড়ার আঙ্গিনায় পানি প্রবেশ করেছে। এলাকাবাসী ওই নোংরা পানি দিয়ে আসা-যাওয়া করায় চর্ম রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বেড়েছে মশার উপদ্রব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার এ বিষয়ে বলেন, অচিরেই তিনি এলাকায় যাবেন।