হত্যার বিচারসহ নানা দাবি নিয়ে আট জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পাবনা, ময়মনসিংহরে ভালুকা ও গফরগাঁও, সুনামগঞ্জের দোয়ারাবাজার, কুমিলস্নার নাঙ্গলকোট, টাঙ্গাইলের ধনবাড়ী ও সিরাজগঞ্জের তাড়াশে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পাবনা প্রতিনিধি জানান, যৌন হয়রানী ও বিদ্যালয়ের অর্থ লুটপাট, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে সাময়িক বহিস্কৃত পাবনা শহরের টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজের স্থায়ী বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তিনি অনকে মেয়ের সঙ্গেই খারাপ কাজ করেছেন। অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে খারাপ কাজ করার পরও তার পক্ষে লিখিত স্বাক্ষ্য দিতে বাধ্য করেছেন। অনেক মেয়ে স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটিরি সভাপতি ও পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ আল মামুন বলেন, যৌন নিপিড়নের অংশ হিসেবেই তাকে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাবি প্রতিনিধি জানান, রাষ্ট্রপতির পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী সন্ত্রাসী-কুশীলবদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, 'চুপ্পু বিভিন্নভাবে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাকে বলতে চাই তোমার মাকে তল্পিতল্পা গুছিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি আমরা। তুমি চুপ্পুকে দড়ি ধরে না, সুতা ধরে টান দিলে তুমি টিকতে পারবা না।' আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, 'সন্ত্রাসী আওয়ামী লীগ কোনভাবেই এ দেশের রাজনীতি করার অধিকার রাখে না, অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।'
এরপর বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত দাবি হস্তান্তর করে ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের ভুক্তভোগীরা। গত সোমবার ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন হয়। তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও আবুল হোসেন মাস্টার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, 'আমাদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন বন বিভাগের কর্মকর্তারা। আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডিয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। মিথ্যা মামলা দেওয়া যাবে না। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবে না। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভাগের সম্পত্তি বনবিভাগ বুঝে নেবে।'
এ সময় রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের প্রত্যাহার ও তাদের বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে মনির হোসেন, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ টিপু, মো. হাবিবুলস্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, 'অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দেবে।' মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, আন্দোলনে গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের দ্রম্নত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে গফরগাঁও পৌর বিএনপি ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার পৌর শহরের পাট মহল মোড় এলাকার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। সদ্য সাবেক গফরগাঁও উপেজেলা বিএনপির ?যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নির্দেশে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা সেলিম আহম্মেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নাইমুর রহমান নাঈম, যুবদল নেতা নাজমুল হক এডিসন, খোকন আহম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুলস্নাহ আল বাপ্পী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান নাঈম, মাহমুদ ইমন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও উপজেলার রায়কোট গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ফারজানা আক্তার পিংকি হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বাগমরা-বাঙ্গড্ডা-হাসানপুর সড়কের কলেজ ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যাক্ষ খন্দকার মুশফিকুল হক, নিহতের বাবা আব্দুল কাদের, শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
বক্তরা বলেন, গত শুক্রবার উপজেলার বাঙ্গড্ডা কলেজের মেধাবী শিক্ষার্থী ফারজানা আক্তার পিংকিদের একটি গরু তাদের বাড়ির সামনে থেকে প্রাইভেট কারে করে চোরেরদল চুরি করে নিয়ে যাওয়ার সময় তার মা বাধা দেয়। এমসয় চোরেরদল তার মাকে মারধর করে। মায়ের চিৎকার শুনে পিংকি গিয়ে প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। এসময় গরু চোরেরদল পিংকীকে প্রাইভেট কার চাপা দিয়ে হত্যা করে। তার মৃতু্যর ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে পিংকী হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক সিদ্দিকুর রহমান, নাজমুল হাসান, রোমান, আহসান উলস্নাহ মজুমদার, হাতেম আলী, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক শিরিন সুলতানাসহ শতশত শিক্ষার্থী।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, নিহত পিংকীর পিতা আবদুল কাদের অজ্ঞাতনামা ৩-৪জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আমরা আসামি এবং গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কারটি সনাক্তের চেষ্ট করছি।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, দেশের ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের অপসারণ না করে বহাল রাখার দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মানববন্ধন ও স্থানীয় সরকারের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলার সকল ইউপি সদস্য।
গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ইউপি সদস্য ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউএনও মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন তারা।
এ সময় উপজেলা মেম্বার ফোরামের আহবায়ক যদুনাথপুর ইউপি সদস্য মিজানুর রহমান, সদস্য সচিব পাইস্কা ইউপি সদস্য শামীম রেজা, যদুনাথপুর ইউপি সদস্য ময়নাল হোসেন, মিলন হোসেন ও বীরতারা ইউপি সদস্য রিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খন্দকার, আবুল হোসেন, পৌর যুবদল নেতা আমিন উদ্দিন, দুলাল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হিরা, তাড়াশ উপজেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির খন্দকার, মেহেদী হাসান প্রমুখ।