ইলিশ রক্ষা ও পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান

১৬ দোকানিকে জরিমানা ১০৪ জেলেসহ ১১৪ জনের দন্ড

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মা ইলিশসহ সব ধরনের মাছ রক্ষা এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ১০ জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চাঁদপুর, চট্টগ্রামের সীতাকুন্ড, নাটোরের গুরুদাসপুর, শেরপুরের নকলা, সিরাজগঞ্জের কাজিপুর, নাটোর, কুমিলস্নার মুরাদনগর, খুলনার পাইকগাছা, ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে এসব অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে এসব জেলেদের আটক করা হয়। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তার রুমা। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে মঙ্গলবার সকালে বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজার থেকে মনিটরিং শুরু করা হয়। এ সময় ৫ ব্যবসায়ীকে ৬ হাজার দুইশ' টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আসাদুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। নকলা (শেরপুর) প্রতিনিধি জনান, শেরপুরের নকলায় মঙ্গলবার সকালে পৌর বাজারে অভিযান পরিচালিত হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন ইউএনও দীপ জন মিত্র। এসময় এসিল্যান্ড জুয়েল মিয়াসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে মঙ্গলবার পৌরসদর বাজারে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড ইউএনও কে. এম. রফিকুল ইসলাম। এ সময় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে মঙ্গলবার দুপুরে দুইটি প্রতিষ্ঠানের পণ্য পরীক্ষায় ভেজাল পরিলক্ষিত হয়েছে। সাঈদ স্টোরে ও ফুটপাতের ফাস্ট ফুডের দোকানে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ২৫ কেজি হলুদগুড়া ও তেল জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন। তার সঙ্গে ছিলেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান পরিচালনা করেছে। গত সোমবার রাতে অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার। অভিযানে অশ্লীল নৃত্য পরিবেশনকারী নারী, পরিচালনা কমিটির লোকজনসহ উপস্থিত মোট দুইশ' দর্শককে আটক করা হয়। পরে আটকদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জনকে ১৫ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে গত সোমবার বিকালে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা ও কাজিয়াতল গ্রামে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং ২ হাজার ফুট পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালন। এ সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় মুরাদনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় সোমবার রাতে উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযুক্ত আব্দুল জলিল মহেশচন্দ্রপুর এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ২০ কেজি চিংড়ি জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সোলাদানার পারিশামারী ও শিববাটী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলিস্নক, নৌ পুলিশের এসআই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে সোমবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নিশাত ফারাবী। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন প্রমুখ।