শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

হাতির আক্রমণসহ নানা ঘটনায় ৪ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
হাতির আক্রমণসহ নানা ঘটনায় ৪ জনের মৃতু্য

চার জেলায় হত্যা ও হাতির আক্রমণসহ নানা ঘটনায় চারজনের মৃতু্যর খবর পাওয়া গেছে। এর মধ্যে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের, কুমিলস্নার চৌদ্দগ্রামে নিরাপত্তাকর্মী খুন, চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধার মৃতু্য ও শেরপুরের নকলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুর সদর উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। এদিন সকালে হাঁটতে আসা কয়েকজন ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান।

মির্জাপুর রেল স্টেশনের মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনে কাটা পড়ে মৃতু্যর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নর কাউরাট চকবাড়ির মৃত আকবর আলীর ছেলে আবুল হাসিমপল (৬৫) শনিবার ভোরে কুমিলস্নায় হাত-পা, মুখ বেঁধে হত্যা করা হয়। তার লাশ রোববার রাতে গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরদিন সোমবার পিতার হত্যাকান্ডের বিচার চেয়ে ছেলে মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে মামলা করেন। এদিকে, হত্যাকান্ডে জড়িতদের 'ফাঁসি'র দাবি জানায় এলাকাবাসী।

নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন বলেন, একটা টাওয়ারে একজনকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। সেখানে সিসি ক্যামেরারও কোনো ব্যবস্থা ছিল না। এর সঙ্গে অবশ্যই কোম্পানির লোকজনও জড়িত রয়েছে।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় হালিমা খাতুন (৭০) নামে এক নারী হাতির আক্রমণে নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার বটতলী নতুন গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার বটতলী রুস্তম হাটের ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস জানান, রাত সাড়ে আটটায় একটি বাতি নিয়ে হালিমা ঘর থেকে বের হন। সে সময় পেছন থেকে বন্য হাতির আক্রমণের শিকার হন ওই নারী। পরে রাতে শিয়ালের দল ওই নারীর মরদেহ টুকরো করে। নিহত নারী স্থানীয় মৃত সৈয়দ নূরের স্ত্রী। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে গুচ্ছগ্রামে ওই নারীর মরদেহের টুকরো উদ্ধার হয়।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ঘরের বারান্দার শয়ন কক্ষ থেকে রিপন মিয়া (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া একই এলাকার তোতা মিয়ার ছেলে।

জানা যায়, রিপন সোমবার রাত আটটার দিকে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দার শয়ন কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে দেখে কক্ষের কাঠের সারকের সঙ্গে রিপনের মরদেহ রশি দ্বারা ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে