বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর, কুমিলস্নার চৌদ্দগ্রাম, হবিগঞ্জের মাধবপুর, কুড়িগ্রামের রাজারহাট, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নেত্রকোনার কেন্দুয়া, সুনামগঞ্জের মধ্যনগর ও গাজীপুরের টঙ্গীতে ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮০ বস্তা ভারতীয় জিরাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিরাবাহী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গত সোমবার বিকালে উপজেলার সোনারামপুর রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- সুনামগঞ্জ জেলার আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার মো. বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার মো. সাগর (২৭)।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে ভুয়া সাংবাদিকসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার সন্ধ্যা রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর আবাসন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন ভুক্তভোগী ফালান মোলস্না। গ্রেপ্তার হলো বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আ. মালেক খানের ছেলে ভুয়া সাংবাদিক মো. মুরাদ আলী ইমন ওরফে তসলিম (৪৫) রহমতপুর ইউনিয়নের খানপুরার বাসিন্দা মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে মো. শাহাজাহন হাওলাদার (৫০)।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উজিরপুর অস্থায়ী সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার পৌর সদরের ৫নং ওয়ার্ডের বেলতলা নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফয়সাল ও ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মনসুর আলী বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারীকে (৪০) ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মো. মিজানুর রহমান জানান, মাদকসহ সেনাবাহিনী আব্দুল হালিম বেপারীকে হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের চিহ্নিত সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এম কে নাজিম উদ্দিন ভুঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। নাজিম উদ্দিন উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ডা. সামছুল আলমের ছেলে। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন যৌথবাহিনীর অভিযানিক টিম।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর এলাকায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ৬৬ কেজি ভারতীয় গাঁজাসহ তারেক হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-৯। তারেক উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে। আসামিকে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে ভাঙচুর ও লুটপাটের মামলায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম স্বপনকে (৫০) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানার পুলিশ। পুলিশ জানায়, সোমবার সাদিকুল ইসলাম স্বপনকে পুলিশ চায়না বাজার এলাকা থেকে আটক করে। আটক স্বপন ও তার সহযোগীরা ২০১৩ সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। সাদিকুল ইসলাম স্বপন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার মনির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জয়নাল (৪৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সবুজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তার নিজ বাড়ি আড়াইহাজার উপজেলার নৈকাহোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার শামসুলের ছেলে।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কলসহাটী গ্রামের মোস্তফা কামাল বাবুলসহ দুজন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটক হলো উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নর মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুস। মঙ্গলবার কেন্দুয়া থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামালা দায়ের করে।
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহীদুল বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কুর আলীর ছেলে। শহীদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার সকালে টঙ্গীর বনমালা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- টঙ্গীর বনমালা রেললাইন এলাকার বাসিন্দা মৃত শাহাজ উদ্দিন মোলস্নার ছেলে আমান মোলস্না (৫৫), মতিন (৫০) ও আমান মোলস্নার ছেলে মেহেদী হাসান শুভ (২৭)।