চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি
প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চাকায় বোরখা পেঁচিয়ে নারী, মাদারীপুরের শিবচরে দুই কলেজ শিক্ষার্থী, কুমিলস্নার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চালক ও ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চাকায় বোরখা পেঁচিয়ে হেনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলা সদরের পাচকাহনিয়া গ্রামের চুন্নু শেখের স্ত্রী।
জানা গেছে, টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া গ্রামের বাড়ি থেকে হেনা ভ্যানযোগে বাজারে যাচ্ছিলেন। পথে ভ্যানটি মালেক বাজার এলাকার বটতলা পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে বোরখা পেঁচিয়ে যায়। এসময় তিনি ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ আড়াইশ' শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পার্থ শীল (২০) ও অনয় দাস (২০) নামে দুইজন কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া সীমান্ত নামের আরেক শিক্ষার্থী আহত হন।
মঙ্গলবার এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত পার্থ উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে। তারা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, তিন শিক্ষার্থী ক্লাস শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃতু্য হয়। শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা (৩০) নামে ট্রাকচালক নিহত ও অপর ট্রাকচালক শরিফ আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ির থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান (৬৪) মারা গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে। গত সোমবার রাতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, রাত সাড়ে ৯টায় ওই স্থানে একটি গাড়ির চাকা পাংচার হওয়ায় বাসটিতে নতুন চাকা লাগানোর কাজ চলছিল। এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।