এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : আমানউলস্নাহ
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আমানউলস্নাহ আমান বলেছেন, 'ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে পতন করে নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে কখনো ব্যর্থ হতে দেওয়া যাবে না।'
সোমবার বিকালে কেরানীগঞ্জের আটিবাজার ও হযরতপুরে নির্মাণাধীন ব্রিজের অসমাপ্ত কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
আমানউলস্নাহ আমান বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এই অন্তর্র্বর্তীকালীন সরকার আগামীতে যে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআলস্নাহ। বিএনপি ক্ষমতায় আসলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলের বিডিআর হত্যা মামলা, গুম-খুনসহ সব অপকর্মের বিচার করা হবে।'
তিনি আরও বলেন, 'বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশে দীর্ঘ ১৬ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এ দেশের বিএনপি নেতাকর্মীসহ অনেক মানুষকে গুম-খুন, কারাবন্দি করে রেখেছিল। আর পালিয়ে যাওয়ার দুই দিন আগেও স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না।'
পরিদর্শনে ঢাকা সার্কেলের সড়ক ও জলপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি হাজি শামীম আহসান, নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির উপস্থিত ছিলেন।