সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
স্মরণ সভা
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরাম ও দোহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক প্রয়াত এম রাজ্জাক রাজের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক খালেদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মাস্টার মোহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবু তালেব আনসারী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ অনেকে।
পাগড়ি প্রদান
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার ২৬ জন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে মাহফিলে প্রধান মেহমান ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আলস্নামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে তাফসির পেশ করেন ঢাকা মেগুনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ খান সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুলস্নাহ্ নূর।
গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে 'গণতন্ত্র অলিম্পিয়াড' অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় গণতন্ত্র অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম। এ সময় ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপকুমার সরকার, বিভাগীয় সমন্বয়ক জিলস্নুর রহমান, কেরানীগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আইটি বিষয়ক সম্পাদক মাশরুর হোসেনসহ অনেকে।
পরিচিতি সভা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর একতাই বল সামাজিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ভগীরথপুর জামেউল উলুম ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উলুম ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক আন্দোলন নরসিংদীর সভাপতি বাবুল সরকার। প্রধান আলোচক ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির)। সভায় সভাপতিত্ব করেন একতাই বল সামাজিক সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিবসহ অনেকে।
মতবিনিময় সভা
ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর থানা বিএনপির উদ্যোগে ২৭ বিলের মরণফাঁদ ভবদহ জলাবদ্ধ অভিমুখে লংমার্চ সফল করতে গৃহীত প্রস্তুতি তুলে ধরতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে রোববার সন্ধ্যায় মণিরামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন। সভায় এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।
মাহফিল অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর সেরাজুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মো. রেজাউর রহমান মোলস্না, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুজ্জামান।
হাত ধোয়া প্রদর্শনী
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষের্ যালি ও হাত ধোয়া প্রদর্শনী হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকের্ যালি বের করা হয়। পরে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী হয়। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৗশলী মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার সৌমিত দত্ত, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।
সমাবেশ অনুষ্ঠিত
ম ঝিনাইদহ প্রতিনিধি
'ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই' এ স্স্নোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শিশু একাডেমি মিলনায়তনে 'কৃষক পরিবার'র ব্যানারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীর'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা ড্রাগন চাষি কল্যাণ সমিতির সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে কৃষক পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান।
ক্যাম্পিং অনুষ্ঠিত
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স'র উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম খান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এর এমওডিসি ডা. নূরে তাসকিন তুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছরিন সুলতানা তনুসহ অনেকে।
শোভাযাত্রা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ- এই স্স্নোগানকে সামনে রেখে কচুয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে সোমবার সকালে কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয় ও পরে হাত ধোয়া প্রদর্শনী করা হয়। কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রায়হান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) দেবাশীষ মন্ডল, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের টিএইচএ.আ.স.ম মোহাম্মাদ মাহবুবুল আলম, আরএমও মনিশংকর পাইক, উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিসিং, মতবিনিময় সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার এসিআই মোটরস লিমিটেড কোম্পানির আয়োজনে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের ব্যবসায়ী (ডিলার) আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার তানভীর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন প্রমুখ।
পরিচিতি সভা
ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
সোমবার সকালে নানিয়ারচর হটিকার্লচার সেন্টারে নানিয়ারচর জোনের ১৭ বেঙ্গল নতুন ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নানিয়ারচর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাধী (পিএসপি) পরিচিত হন এবং সুদক্ষ ১০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান (পিএসসি) সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নেন। নতুন জোন অধিনায়ক বলেন, পাহাড়ের সাম্প্র্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নানিয়ারচরে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন সবার পাশে থাকবে।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরানগড় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. বখতিয়ার হোসেনের সভাপতিত্বে ও পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক ইসমাঈল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক লায়ন নিজাম উদ্দিন মিজান।
সভা অনুষ্ঠিত
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া, শিক্ষা অফিসার মো. আকব হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. বাহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, আব্দুল হালিম মোল্যা, শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকো।
আলোচনা সভা
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ছাত্রফোরামের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের কাশবন রেস্তোরাঁয় সভায় সংগঠনের সহসভাপতি ও ফরেস্ট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের সি. সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু বক্কর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি সালাউদ্দিন মানিক, ফেরদৌস আলম টিটু, নিজাম উদ্দিন বাবলু, জায়েদুল আলম সুমন প্রমুখ।
অ্যাডভোকেসি সভা
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য এসিল্যান্ড খায়রুজ্জামান, ধুনট থানার (ওসি) সাইদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর বসাক, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুলস্নাহেল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
পোনা বিতরণ
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২৭ জন প্রান্তিক সুফলভোগী মৎস্য চাষিদের মধ্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল কাদের, মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইছমাইল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. লোকমান হোসেন প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্যোগপ্রবণ এলাকা চন্দ্রডিঙ্গা গ্রামে বেসরকারি গবেষণাধর্মী উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে বালু জমিতে বাদাম, ভুট্টা এবং আখচাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা। প্রশিক্ষক ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলহাজ আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রডিঙ্গা, বেতগড়া ও বাঘবেড় গ্রামের ৩০ জন কৃষক-কৃষাণী।
ইউএনও'র যোগদান
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দীপজন মিত্র রোববার পূর্বাহ্নে নিজ কার্যালয়ে কাজে যোগদান করেছেন। জানা যায়, নবাগত নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র ৩৫তম বিসিএস-এ চূড়ান্ত মনোনীত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও দীপজন মিত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি এখানে যোগদান করেন।
প্রস্তুতি সভা
ম রূপসা (খুলনা) প্রতিনিধি
জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় সমবায় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, সহকারী পরিদর্শক মো. জাহিদুর রহমান, দেবাশিষ সাহা, সমবায়ী মো. গোলাম রব্বানী, আ. রউফ শিকদার, মো. ইউসুব আলী, মো. কমরুল হাসান, আ. করিম শেখ, নিতাই শীল, মো. বাবর আলী, আল মামুন কোরাইশী, ভারতী রাণী দে, মো. মহিদুল ইসলাম, ব্রজনাথ রায়, শেখ রিয়াদ আলী, বিশ্বজিত দাস, বিষ্ণুপদ পাল প্রমুখ।
মতবিনিময় সভা
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে এইচপিভি টিকা দান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
উলেস্নখ্য, এই টিকা শুধু ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জন্য প্রযোজ্য।