হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় বড় ভাইয়ের মর্মান্তিক মৃতু্য। এদিকে টাঙ্গাইলে বাস চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়াও ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীর মৃতু্য, আহত হন পাঁচজন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় বড় ভাই নাঈম মিয়ার (২২) মৃতু্য হয়েছে। রোববার রাতে উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাসে সোমবার বিকালে বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এদিন বিকালে দুই মোটর সাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃতু্য হয়। বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বার মৃতু্য হয়েছে। এ ঘটনায় নিহত সাদিয়ার ৫ বছরের শিশু সন্তান, সাদিয়ার স্বজন ও সিএনজি চালকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত সাদিয়া আক্তার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। সোমবার গফরগাঁও-ময়মনসিংহ সড়কের শেষমোড় এলাকায় ঘটনাটি ঘটে।