শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
টাঙ্গাইল ও গফরগাঁওয়ে সড়কে আরও ৩ জনের মৃতু্য

বোনের বিয়ের আগের রাতে সড়কে ঝরল ভাইয়ের প্রাণ

স্বদেশ ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
বোনের বিয়ের আগের রাতে সড়কে ঝরল ভাইয়ের প্রাণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় বড় ভাইয়ের মর্মান্তিক মৃতু্য। এদিকে টাঙ্গাইলে বাস চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়াও ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীর মৃতু্য, আহত হন পাঁচজন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় বড় ভাই নাঈম মিয়ার (২২) মৃতু্য হয়েছে। রোববার রাতে উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাসে সোমবার বিকালে বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এদিন বিকালে দুই মোটর সাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃতু্য হয়। বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বার মৃতু্য হয়েছে। এ ঘটনায় নিহত সাদিয়ার ৫ বছরের শিশু সন্তান, সাদিয়ার স্বজন ও সিএনজি চালকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত সাদিয়া আক্তার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। সোমবার গফরগাঁও-ময়মনসিংহ সড়কের শেষমোড় এলাকায় ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে