চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃতু্যদন্ড
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) যৌতুকের দাবিতে হত্যার দায়ে স্বামী মো. মহিন উদ্দিনকে (৩৫) মৃতু্যদন্ড দিয়েছেন আদালত। সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন।
হত্যার শিকার মরিয়ম বেগম হাজীগঞ্জ উপজেলার মোলস্নারডর মিজি বাড়ির হাজী নেয়ামত উলস্নাহ মিজির মেয়ে। মৃতু্যদন্ডপ্রাপ্ত মহিন উদ্দিন একই উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের মোহন গাজী বাড়ির লিয়াকত আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক সম্মতিতে মরিয়ম ও মহিন উদ্দিনের বিয়ে হয়। তাদের দুই সন্তান আছে। বিয়ের সময় মরিয়মের বাবা স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা দেন। এরপর মহিন উদ্দিন নতুন ব্যবসা ও বিদেশে যাওয়ার কথা বলে বারবার মরিয়মের মাধ্যমে যৌতুক হিসেবে শ্বশুরের কাছ থেকে টাকা চান। এসব নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বৈঠক হয়। ঘটনার দিন ২০১৭ সালের ২ নভেম্বর কথা কাটাকাটির এক পর্যায় মহিন উদ্দিন স্ত্রী মরিয়মকে বালিশ চাপা ও শ্বাসরোধ করে হত্যা করেন।