শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আড়াইহাজারে যানজট নিরসনে সেনাবাহিনীর অভিযান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
আড়াইহাজারে যানজট নিরসনে সেনাবাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের যানজট নিরসনে কাজ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে তারা পায়রা চত্বর থেকে শুরু করে ডাক্‌বাংলো হয়ে আড়াইহাজার বাজার ও বর্তমান অস্থায়ী থানার মোড় পর্যন্ত রাস্তার পাশের ফুটপাতের দোকান, রাস্তায় মার্কেটের সামনে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটর সাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা সরিয়ে রাস্তার যানজট মুক্ত করে দেন।

যানবাহনের আধিক্য ও তীব্র যানজটের কারণে গাড়ি চলতে ও যথাসময় গন্তব্যে যেতে পারে না। লোকজন হেঁটে রাস্তা পারাপার হতে পারে না। বিশেষ করে শপিংমলগুলোর সামনে গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় ছোট বড় অটোরিকশা এবং দোকান মালিকদের মোটর সাইকেল প্রতিটি শপিংমলের সামনে পার্কিং করা থাকে। ফলে প্রধান সড়ক যানবাহন পূর্ণ থাকছে সর্বদা।

অন্যদিকে, অটোরিকশার আধিক্য এবং যত্রতত্র ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্যে কোনোক্রমেই যানজট মুক্ত হচ্ছে না। ফলে সোমবার জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে এই যানজট মুক্তকরণ অভিযান চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে