নদী ভাঙনরোধ দাবি ও হামলার প্রতিবাদে ২ জেলায় মানববন্ধন

গাজীপুরে রেল যোগাযোগ উন্নয়নের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ উন্নয়নের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয় -যাযাদি
গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ উন্নয়নের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি কমায় শুরু হয়ছে তীব্র ভাঙন। ভাঙনরোধের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে এবং শেরপুরের শ্রীবরদীতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- গাজীপুর প্রতিনিধি জানান, জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের স্টপেজ, ঢাকা-গাজীপুর ট্রেনের বন্ধ রাখা মাসিক টিকিট, টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুসহ গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের ১০ দফা দাবিতে জয়দেবপুর রেলজংশনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ করেছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠন। সোমবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় টঙ্গী, ধীরাশ্রম, গাজীপুর, শ্রীপুরসহ বিভিন্ন স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, শিক্ষক নেতা আসাদুজ্জামান নূর, পেশাজীবী নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, বিএনপি নেতা কামরুল হাসান, গাজীপুর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের সভাপতি আলী আকবর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ফারুক ইসলাম প্রমুখ। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাওয়ায় কুড়িগ্রামের উলিপুরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হবিগঞ্জ থেকে খেয়ারচর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অভিযোগ রয়েছে, বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী ভাঙন রোধের আশ্বাস দিলেও কোনো কাজ করেননি। ফলে নিরুপায় হয়ে গত রোববার 'নদীভাঙন ঠেকাও, সাহেবের আলগা বাঁচাও' সেস্নাগানে সাহেবের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্‌ফর হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ফজলুল হক, শিক্ষার্থী ইরিকা খাতুন, বিউটি খাতুন প্রমুখ। শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে আদিবাসীদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাবেলাকোনা এবং হাড়িয়াকোনা সচেতন নাগরিক ফোরামের আয়োজনে বাগাছাস, টিডবিস্নউএ এবং সান্ডারি ইউথ ক্লাবের সহযোগিতায় সীমান্তবর্তী মেঘাদল চৌরাস্তা (শয়তান বাজার) মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জীবন ম্রংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দ্র ম্রং, ইভা ম্রং, টনিস, মর্নিংটন, সমাপ্তি ম্রং প্রমুখ।