চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও চট্টগ্রাম, হবিগঞ্জের মাধবপুর এবং ঢাকার বিমানবন্দরে হত্যা, ধর্ষণ ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর (৫৮), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ উলস্নাহ চৌধুরী (৫০) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। সোমবার রাত পৌনে ১টার দিকে পৌর সদরের মিয়ারবাজার, কাঁচাবাজার ও সাধনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালী থানার তদন্ত (ওসি) সুধাংশু শেখর হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগরে বিয়ের আশ্বাসে এক গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছের্ যাব। সোমবারর্ যাব-৭ এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে রোববার চাঁন্দগাও এলাকা থেকে শফিউল আলমকে গ্রেপ্তার করা হয়। শফিউল আলম নগরীর চান্দগাঁও এলাকার শমসের পাড়ার মাহাবুব আলমের ছেলে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন দিনে ১৬ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মইনুল আলম আর্টিলারি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিজিবি টহলদল সিমান্ত পিলার ১৯৯৬/৩২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের কতোয়াকালা গ্রামের বিনব দাসের ছেলে রবি দাস (২৩), তার স্ত্রী সাথী দাস (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের খাচালাং দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের মৃত হরে কৃষ্ণ সাহার ছেলে সুমন সাহাকে (২৮) আটক করা হয়। পরে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের অভিযোগে সুনির্দিষ্ট মামলায় উত্তরার নওয়াব হাবিবুলস্নাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর রহমান মিয়াকে গ্রেপ্তার করেছের্ যাব। রোববার সন্ধ্যা ৭টায় উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে সাবেক অধ্যক্ষ শাহীনুর রহমান মিয়াকে গ্রেপ্তার করে। উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়।